College Admission: বাড়ল স্নাতক স্তরে ভর্তির সময়সীমা! ফাঁকা আসন পূরণ করতেই বিশেষ নির্দেশ শিক্ষা দফতরের
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক স্তরের প্রচুর আসন ফাঁকা। তাই স্নাতক স্তরের প্রথম বর্ষের আসন পূরণ করার জন্য ভর্তির সময়সীমা বাড়াল রাজ্যের উচ্চ শিক্ষা দফতর।
উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণার পর থেকেই পড়ুয়াদের মধ্যে চলতে থাকে ভাল কলেজে ভর্তি হওয়ার চিন্তা। রাজ্যে কলেজগুলিতে ভর্তির সময়সীমা প্রায় শেষ হওয়ার মুখে। এমন সময়ই উঠে এল কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক স্তরের প্রচুর আসন ফাঁকা। তাই স্নাতক স্তরের প্রথম বর্ষের আসন পূরণ করার জন্য ভর্তির সময়সীমা বাড়াল রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া চলবে বলে জানা গিয়েছে৷
advertisement
উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণার পর রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে শুরু হয়ে গিয়েছিল ভর্তি প্রক্রিয়া৷ কিন্তু প্রথম বর্ষের আসন ফাঁকা থাকায় ফের ভর্তি প্রক্রিয়া শুরুর নির্দেশ দিল শিক্ষা দফতর৷
advertisement
পাশাপাশি কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি ফের অনলাইন পোর্টাল চালু করতে পারে। মূলত যে আসনগুলি ফাঁকা পড়ে রয়েছে তার জন্য নতুন আবেদনপত্রও নিতে পারবে কলেজগুলি। এখন থেকেই ভর্তি প্রক্রিয়া কার্যকর করতে পারে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলি। নির্দেশিকা দিয়ে জানিয়ে দিল উচ্চশিক্ষা দফতর।
Location :
Kolkata,West Bengal
First Published :
September 11, 2023 2:45 PM IST