Mamata Banerjee on Kanyashree: এক কোটি ছুঁই ছুঁই কন্যাশ্রী! ছাত্রছাত্রীদের জন্য এবার নতুন সুখবর! বাদল অধিবেশনে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Mamata Banerjee on Kanyashree: সোমবার, বিধায়ক সমীর জানার প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘নতুন করে স্কলারশিপ চালু করা হয়েছে। আগে ২০১১-২০১৯ দুই কোটি দুই লক্ষ দেওয়া হয়েছিল।
কলকাতাঃ গত বৃহস্পতিবার শুরু হয়েছে বিধানসভার বাদল অধিবেশন। প্রথম দিন শোকপ্রস্তাবের পর অধিবেশন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অধিবেশন মুলতুবি করে দেন। তারপর থেকে শুরু হয় পূর্ণাঙ্গ অধিবেশন বসবে।
সোমবার, বিধায়ক সমীর জানার প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘নতুন করে স্কলারশিপ চালু করা হয়েছে। আগে ২০১১-২০১৯ দুই কোটি দুই লক্ষ দেওয়া হয়েছিল। এখন ২০১৯-এর পর দুই কোটি ৫৪ লক্ষ দেওয়া হয়েছে। এর পাশাপাশি কন্যাশ্রী পাচ্ছে এক কোটি ছুঁই ছুঁই ছাত্রী।’
advertisement
advertisement
এ দিন বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ফের সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তখনই হই হট্টোগোল শুরু করেন বিজেপি বিধায়করা৷ বক্তব্যের মাঝেই বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, বেশি কথা বলবেন না, লজ্জা থাকা উচিত, আপনি কী করে বেড়ান আমি জানি আগে জিতে আসুন৷ আমাকে হারানো হয়েছে, আমি আবার জিতে এসেছি৷
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
June 16, 2025 1:12 PM IST