Madhyamik Results 2024 Date: বড় খবর! মাধ্যমিক ২০২৪-এর ফলাফল প্রকাশ কবে? জানুন কীভাবে দেখবেন রেজাল্ট

Last Updated:

West Bngal Madhyamik Results 2024 Date: প্রতি বছরের মতো এবছরও আগে মাধ্যমিক ও পরে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ হবে। কবে প্রকাশিত হবে মাধ্যমিক ২০২৪-এর রেজাল্ট?

মাধ্যমিক ২০২৪-এর রেজাল্ট কবে?
মাধ্যমিক ২০২৪-এর রেজাল্ট কবে?
কলকাতা: দেশজুড়ে লোকসভা নির্বাচনের আবহ। রাজ্যে ৭ দফায় হবে ভোটগ্রহণ। তারই মধ্যে লক্ষ লক্ষ পড়ুয়া অপেক্ষায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের। প্রতি বছরের মতো এবছরও আগে মাধ্যমিক ও পরে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ হবে। কবে প্রকাশিত হবে মাধ্যমিকের রেজাল্ট?
advertisement
মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, ভোট চলাকালীনই এপ্রিল মাসের শেষের দিকে প্রকাশিত হতে পারে এই বছরের মাধ্যমিকের ফল। বিভিন্ন সূত্র দাবি করেছে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে পারে ২০ এপ্রিল। বা এপ্রিল মাসের শেষদিকে। পর্ষদ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, wbresults.nic.in ও www.wbbse.wb.gov.in — অফিশিয়াল এই ওয়েবসাইটগুলি থেকে মাধ্যমিক পরীক্ষার্থীরা ডাউনলোড করতে পারবেন রেজাল্ট।
advertisement
আরও পড়ুন: হাতে লম্বা ছুটি? ঘুরে আসুন এই ৫ জায়গা থেকে, আজীবন স্মৃতি হয়ে থাকবে
এছাড়াও নিউজ ১৮ বাংলার ওয়েবসাইটে এক ক্লিকেই নিজেদের রেজাল্ট দেখতে ও ডাউনলোড করতে পারবেন এ বছরের ৮.৭৬ লক্ষ পরীক্ষার্থী। ফলাফল প্রকাশের দিন ঘোষণার পরই ধাপে ধাপে সেই প্রক্রিয়া জানানো হবে। লোকসভা নির্বাচনের জন্য এবছর বেশ কিছুটা এগিয়ে আনা হয় মাধ্যমিক পরীক্ষা। ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ২ ফেব্রুয়ারি থেকে। মাধ্যমিক পরীক্ষা চলেছে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।
advertisement
ওয়েবসাইটে লগ-ইন ক্রেডেনসিয়ালে রোল নম্বর, ডেট অব বার্থ দিয়ে পরীক্ষার্থীরা ফলাফল দেখতে পারবে। মার্কশিটের পিডিএফ নামাতে পারবে তারা।
ধাপে ধাপে দেখতে হবে রেজাল্ট
— অফিশিয়াল ওয়েবসাইট wbresults.nic.in ক্লিক করুন
advertisement
— WBBSE মাধ্যমিক ক্লাস 10 রেজাল্ট লিঙ্ক-এ ক্লিক করুন
— রোল নম্বর, জন্ম তারিখ লাগবে লগ-ইন করতে
এছাড়া সবার আগে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কীভাবে দেখবেন?
— প্রথমে গুগলে গিয়ে টাইপ করুন www.news18bangla.com
— মাধ্যমিকের রেজাল্ট জানার নির্দিষ্ট জায়গায় নিজের রোল নম্বর ও জন্মতারিখ উল্লেখ করুন
— এর পর চেক রেজাল্টে ক্লিক করলেই এক মুহূর্তে জানতে পারবেন মাধ্যমিকের রেজাল্ট
advertisement
— রেজাল্ট জানার পর ডাউনলোড করতে হবে মার্কশিট
১৮ তম লোকসভা নির্বাচন চলাকালীনই প্রকাশিত হতে পারে মাধ্যমিকের ফল। চলতি মাসের শেষের দিকেই মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করা হতে পারে বলেই মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Results 2024 Date: বড় খবর! মাধ্যমিক ২০২৪-এর ফলাফল প্রকাশ কবে? জানুন কীভাবে দেখবেন রেজাল্ট
Next Article
advertisement
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের? চূড়ান্ত হচ্ছে দিনক্ষণ
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই সম্ভবত গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের
  • বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মোদি-নীতীশের এনডিএ-জোট! এবার সরকার গঠনের পালা। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর বিহারের গান্ধি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement