Madhyamik Results 2022: ৩ জুন মাধ্যমিকের ফলপ্রকাশ, সবার আগে রেজাল্ট জানুন News18 Bangla-য়
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
ফল জানা যাবে মোবাইল অ্যাপ এবং এসএমএস-র মাধ্যমেও৷ (Madhyamik Results 2022)
#কলকাতা: আগামী ৩ জুন মাধ্যমিকের ফলপ্রকাশ৷ সকাল ১০ টা থেকে ওয়েবসাইটে জানা যাবে ফল৷ জীবনের প্রথম বড় বোর্ড পরীক্ষার রেজাল্ট সবার আগে জানতে পারবেন News18 Bangla-য়। রেজাল্ট জানুন bengali.news18.com-এ। এছাড়াও পর্ষদের ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পড়ুয়ারা। wbresults.nic.in এবং wbbse.wb.gov.in এই ওয়েব সাইটগুলিতে গিয়ে নিজের রেজাল্ট জানা যাবে। ফল জানা যাবে মোবাইল অ্যাপ এবং এসএমএস-র মাধ্যমেও৷ (Madhyamik Results 2022)
আরও পড়ুন: UPSC সিভিল সার্ভিসের ফলপ্রকাশ, শীর্ষে শ্রুতি শর্মা, কে এই শ্রুতি?
উল্লেখ্য, করোনা অতিমারিতে বিঘ্নিত হওয়ার দীর্ঘ দুই বছর পর ২০২২ সালে অফলাইন পরীক্ষা হয় মাধ্যমিকের। প্রায় ১০ লক্ষ পরীক্ষার্থী এ বার অংশ নিয়েছেন মাধ্যমিকে। ফল ঘোষণা হলে মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইট wbbse.wb.gov.in থেকে ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। প্রসঙ্গত এবছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৫০ হাজারেরও বেশি অর্থাৎ রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী।
advertisement
আরও পড়ুন: রক্তের নয়, আছে মানবতার সম্পর্ক, কিডনি দিয়ে কানাইলালকে জীবন দিলেন আশরাফ!
১৬ মার্চ শেষ হয়েছিল এ বছরের মাধ্যমিক পরীক্ষা। ফল প্রকাশের ক্ষেত্রে পর্ষদ একটি নিয়ম মেনে চলে থাকে। পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে ফল প্রকাশ করার একটি রীতি রয়েছে পর্ষদের। কয়েকদিন আগেই মধ্যশিক্ষা পর্ষদের সূত্র উদ্ধৃত করে রিপোর্টে বলা হয়েছিল, আগামী ৩ জুন ফল প্রকাশের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে পর্ষদ। সোমবার সে কথাই জানিয়ে দিল বোর্ড।
advertisement
Location :
First Published :
May 30, 2022 5:28 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Madhyamik Results 2022: ৩ জুন মাধ্যমিকের ফলপ্রকাশ, সবার আগে রেজাল্ট জানুন News18 Bangla-য়