হোম /খবর /শিক্ষা /
ক্যানসার আক্রান্ত বাবা হাসপাতালে, বাড়িতেই উদ্ধার মাধ্যমিক পরীক্ষার্থী কিশোরীর ঝ

Madhyamik 2023: ক্যানসার আক্রান্ত বাবা হাসপাতালে, বাড়িতেই উদ্ধার মাধ্যমিক পরীক্ষার্থী কিশোরীর ঝুলন্ত দেহ

X
Panskura [object Object]

Madhyamik 2023: এবার এই মাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়া বছর ১৫ ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু বাড়িতেই। বাড়ির মধ্যেই গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এদিন সকালে পরিবারের লোকজন। পরিবারের লোকজনের অনুমান প্রণয় ঘটিত কারণেই এই মর্মান্তিক শেষ পরিণতি। 

আরও পড়ুন...
  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

সৈকত শী, পাঁশকুড়া: পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবারের মাধ্যমিক পরীক্ষার্থী প্রিয়াঙ্কা বেরার অস্বাভাবিক মৃত্যু হল বাড়িতেই। বাড়ির মধ্যেই গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। পরিবারের লোকজনের অনুমান প্রণয়ঘটিত কারণেই এই মর্মান্তিক শেষ পরিণতির পথ বেছে নিয়েছে।

প্রিয়াঙ্কা ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় বাড়ির লোকজন। কী কারণে 'আত্মহত্যা', তা এখনও স্পষ্ট নয়। প্রেমঘটিত কারণ কিংবা এর পেছনে অন্য কিছু কারণ রয়েছে কিনা তা তদন্ত করছে পাঁশকুড়া থানার পুলিশ। মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। পাঁশকুড়া গার্লস স্কুলের ছাত্রী প্রিয়াঙ্কা  এবছর  মাধ্যমিকে তিনটে পরীক্ষা দিলেও বাকি পরীক্ষা আর দেওয়া হল না।  সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় মাধ্যমিক পরীক্ষার্থী প্রিয়াঙ্কা বেরার মৃতদেহ।

আরও পড়ুন :  গণ্ডারের আক্রমণে জিপ দুর্ঘটনা, জলদাপাড়ায় কি বন্ধ হচ্ছে জঙ্গল সাফারি, জানুন বন দফতরের সিদ্ধান্ত

মৃত প্রিয়াঙ্কা বেরার মা সুজাতা বেরা জানিয়েছেন, তাঁর স্বামী অর্থাৎ প্রিয়াঙ্কার বাবা মারণ রোগ ক্যানসারে আক্রান্ত। চিকিৎসার জন্য বর্তমানে নার্সিংহোমে ভর্তি। তিনি স্বামীর কাছেই ছিলেন। এদিন সকালে আত্মীয়স্বজন ও পরিবারের কাছ থেকে খবর পান তাঁদের মেয়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এক আত্মীয় জানান, সকালবেলায় প্রিয়াঙ্কার ঘরেই তাকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে ওই এলাকায়। পাঁশকুড়া থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে এলে জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Madhyamik 2023