WB Madhyamik Exam 2025 Result Date: কবে প্রকাশ হবে মাধ্যমিকের রেজাল্ট? তারিখ ঘিরে শুরু জল্পনা, বড় খবর
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
West Bengal Madhyamik Exam 2025 Result Date: পরীক্ষা শেষ হয়েছে, কবে বেরোবে রেজাল্ট? অধীর আগ্রহে অপেক্ষায় বাংলার লক্ষ লক্ষ পরীক্ষার্থী।
কলকাতা: পরীক্ষা শেষ হয়েছে, কবে বেরোবে রেজাল্ট? অধীর আগ্রহে অপেক্ষায় বাংলার লক্ষ লক্ষ পরীক্ষার্থী। এবার জানা গেল কবে প্রকাশ পেতে পারে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। পরীক্ষা শেষের ৬৮ দিনের মাথায় এই ফল প্রকাশ হতে চলেছে।
তবে ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন রয়েছে। ফলে ওইদিন ফলপ্রকাশ নিয়ে ক্ষীণ অনিশ্চয়তা তৈরি হয়েছে।
advertisement
advertisement
প্রথমে জানা গিয়েছিল, মে মাসেই মাধ্যমিকের ফলপ্রকাশ করতে চায় মধ্যশিক্ষা পর্ষদ। ১২ মে থেকে ২০ মে-র মধ্যেই মাধ্যমিকের ফলপ্রকাশ করতে চায় মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদ সূত্রে খবর, ১২ মে-কে টার্গেট করেই এগোচ্ছে পর্ষদ। চলতি বছরের মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বেড়ে হয়েছে মোট ৯,৮৪, ৮৯৪ জন। যা গত বছরের থেকে ৬২ হাজারেরও বেশি। রাজ্য জুড়ে পরীক্ষা হয় মোট ২,৬৮৩টি পরীক্ষাকেন্দ্রে।
advertisement
আরও পড়ুন: শুধু গুলি করা নয়, পহেলগাঁওয়ে হামলার সময় আরও এক ভয়ঙ্কর জিনিস করছিল জঙ্গিরা! কী জানেন? শুনে হাড়হিম হয়ে যাবে
এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি। আর পরীক্ষা শেষ হয় ২২ ফেব্রুয়ারি। এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ৮৪ হাজার ৮৯৪। যা গত বছরের থেকে ৬২ হাজারেরও বেশি। রাজ্যের মোট ২ হাজার ৬৮৩টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দেয় পরীক্ষার্থীরা।
advertisement
আরও পড়ুন: ‘রাস্তাতেই আটকে দিল ওঁরা…’! পহেলগাঁওতে বরাত জোরে প্রাণে বাঁচলেন ৩৮ বাঙালি পর্যটক, কীভাবে জানেন?
গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি যায়। তাঁদের বেশিরভাগই মাধ্যমিক পরীক্ষার খাতা দেখছিলেন। চাকরি বাতিলের পরই প্রশ্ন উঠতে শুরু করে, সময়ে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা সম্ভব হবে তো? পর্ষদের তরফে চাকরিহারা শিক্ষকদের খাতা বাতিল নিয়ে কোনও মন্তব্য করেনি।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 23, 2025 7:18 PM IST