Madhyamik Exam 2025: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যা করছে NBSTC! জানলে খুশিতে লাফাবেন আপনিও
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Madhyamik Exam 2025: মোট ৫১ টি রুটে এই বাস চলাচল করানো হবে। যেগুলির মধ্যে মোট ৪০টি রুটে আগে বাস চালানো হতো না উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পক্ষ থেকে। আর ১১ টি রুটে আগেও বাস পরিষেবা চলত।
কোচবিহার: ছাত্র-ছাত্রীদের জীবনের প্রথম বড় বোর্ডের পরীক্ষা মাধ্যমিক। আর এই পরীক্ষা নিয়ে চিন্তায় থাকেন কমবেশি প্রত্যেক ছাত্র-ছাত্রী। পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর তাড়া থাকে পরীক্ষার্থীদের। আর সেই বিষয়টি মাথায় রেখে এবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম শুরু করল এক বিশেষ ব্যবস্থা। মূলত মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হল। যে সমস্ত ছাত্র-ছাত্রীরা দূর- দূরান্তের স্কুলগুলিতে পরীক্ষা দিতে যাবে। তাঁদের জন্য বিশেষ কিছু বাস পরিষেবা শুরু করা হল। যেগুলি চলবে মোট ৫১টি রুটে।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, “মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। মোট ৫১টি রুটে এই বাস চলাচল করানো হবে। যেগুলির মধ্যে মোট ৪০টি রুটে আগে বাস চালানো হতো না উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পক্ষ থেকে। আর ১১ টি রুটে আগেও বাস পরিষেবা চলত। তবে মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে বাসের সংখ্যা বাড়ানো হয়েছে। যাতে পরীক্ষার্থীরা সহজেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে। সরকারি ভাড়া অনুযায়ী ভাড়া নেওয়া হবে এই বাসগুলিতে। এই সুবিধা পাবেন সকল মাধ্যমিক পরীক্ষার্থী।”
advertisement
advertisement
তিনি আরও জানান, “যদি কোনও পরীক্ষার্থীর কাছে পর্যাপ্ত বাসের ভাড়া না থাকে। সেক্ষেত্রে বিষয়টি বিবেচনা করে দেখার কথা বলা হয়েছে বাসের কন্ডাক্টরদের। এর ফলে মাধ্যমিক পরীক্ষার্থীদের মাধ্যমিক পরীক্ষা দিতে অনেকটা সুবিধা হবে। এই পরিষেবা গোটা উত্তরবঙ্গে চালানো হবে।” কোচবিহারের এক মাধ্যমিক পরীক্ষার্থী আদ্রিজ পাল জানান, “যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীরা দূর-দূরান্ত থেকে পরীক্ষা দিতে আসে। তাঁদের জন্য এই পরিষেবা অনেকটাই উপকারী হবে। এর ফলে যেমনি সময় কম লাগবে। তেমনি পথ দুর্ঘটনার আশঙ্কাও অনেকটা কমবে। তাই এনবিএসটিসি-এর এই উদ্যোগ অনেকটাই প্রশংসনীয়।”
advertisement
পরীক্ষার শুরুর দিন থেকেই যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বহু ছাত্র-ছাত্রীদের দেখা গেল বাসে করে পরীক্ষা কেন্দ্র যাওয়ার জন্য। অনেক যাত্রীরা এই বিশেষ সুবিধা পাওয়ার জন্য বেশ অনেকটাই খুশি হয়েছেন। এই পরিষেবার ফলে পরীক্ষা কেন্দ্রে যাওয়া এবং আসা অনেকটাই সহজ হবে পরীক্ষার্থীদের। এই পরিষেবা পেয়ে পরীক্ষার্থীদের অভিভাবকেরাও অনেকটাই খুশি।
advertisement
Sarthak Pandit
Location :
Kolkata,West Bengal
First Published :
February 10, 2025 7:18 PM IST