Madhyamik Exam: টেস্টের পরের সময়টা কীভাবে প্রস্তুতি নিলেই দারুণ সাফল্য? মাধ্যমিকের জন্য যা উপকার করবেই
- Published by:Suman Biswas
- local18
Last Updated:
Madhyamik Exam: মাধ্যমিক টেস্ট পরীক্ষার পর অনেকটাই সময় থাকে হাতে। সেই সময়টাকে কাজে লাগিয়ে পরীক্ষার প্রস্তুতি অনেকটাই এগিয়ে রাখতে পারে ছাত্র ছাত্রীরা।
বাঁকুড়া: প্রতি বছরই বাঁকুড়া জেলা স্কুলের নাম মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হলেই শোনা যায়। কৃতী ছাত্রদের হাত ধরে বাঁকুড়া জেলায় উজ্জ্বল নাম বাঁকুড়া জেলা স্কুল। যাঁদের হাতে তৈরি হয়েছে এই কৃতি ছাত্ররা তাঁদেরই একজন বিজ্ঞান বিভাগের শিক্ষক গণেশ ভান্ডারির মুখ থেকেই জেনে নিন কিভাবে নিজের প্রস্তুতি উচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে এবং ২,৩ এবং ৫ নম্বরের প্রশ্নের যথাযথ উত্তর লিখতে হবে।
মাধ্যমিক টেস্ট পরীক্ষার পর অনেকটাই সময় থাকে হাতে। সেই সময়টাকে কাজে লাগিয়ে পরীক্ষার প্রস্তুতি অনেকটাই এগিয়ে রাখতে পারে ছাত্র ছাত্রীরা। পড়াশোনা এবং প্র্যাকটিস এই দুটির মাত্রা অন্য পর্যায়ে নিয়ে যেতে ছাত্র ছাত্রীদের অবশ্যই লিখে লিখে প্র্যাক্টিস করতে হবে। লিখে প্র্যাক্টিস করলেও ছোটখাটো ভুল গুলি চোখে পড়বে এবং শুধরে নেওয়া সহজ হয়ে যাবে।
advertisement
advertisement
লিখে প্র্যাক্টিস করার গুরুত্ব অনস্বীকার্য এমনটাই জানালেন বাঁকুড়া জেলা স্কুলের জীবন বিজ্ঞানের শিক্ষক গণেশ ভান্ডারি। এরপর ২ নম্বর এবং ৩ নম্বরের প্রশ্নের উত্তর লিখতে গেলে যথাযথ পয়েন্ট করে উত্তর লিখতে হবে। ২ নম্বরের প্রশ্নে ২ টি পয়েন্ট এবং ৩ নম্বরের প্রশ্নে ৩ টি পয়েন্ট লিখতে হবে। যেসব ৫ নম্বরের প্রশ্ন ২ এবং ৩ নম্বরে বিভক্ত থাকে তার উত্তরও পয়েন্ট করে লিখতে হবে। এই পুরোটাই রপ্ত করতে হলে ছাত্র ছাত্রীদের লিখে অনুশীলন করতে হবে।
advertisement
বিশেষ দ্রষ্টব্য
১) টেস্টের পরের সময়টা প্র্যাক্টিস করে প্রস্তুতি নিতে হবে।
২) যতটা সম্ভব লিখে প্র্যাক্টিস করতে হবে।
৩) ২ ও ৩ নম্বরের প্রশ্ন লিখে প্র্যাক্টিস করতে হবে।
8) ২ নম্বরে ২টি এবং ৩ নম্বরে ৩ টি যথাযথ পয়েন্ট লিখতে হবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
January 29, 2023 12:58 PM IST