Madhyamik Exam: মাধ্যমিকে ইতিহাসে ৮ নম্বরের প্রশ্নের উত্তর লেখার সহজ উপায়, অবশ্যই জানা জরুরি
- Published by:Suman Biswas
- local18
Last Updated:
Madhyamik Exam: পুরো ৮ নম্বরের প্রশ্ন এলে সেক্ষেত্রে পুরো প্রশ্নটাকে কয়েকটা পয়েন্ট এ ভেঙে নিতে হবে।
বাঁকুড়া: প্রতি বছরই বাঁকুড়া জেলা স্কুলের নাম মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হলেই শোনা যায়। কৃতী ছাত্রদের হাত ধরে বাঁকুড়া জেলায় উজ্জ্বল নাম বাঁকুড়া জেলা স্কুল। যাঁদের হাতে তৈরি হয়েছে এই কৃতি ছাত্ররা তাঁদেরই একজন ইতিহাস বিভাগের শিক্ষক সুকান্ত নন্দী খুব সহজেই বলে দিলেন ঠিক কীভাবে লিখতে হবে ৮ নম্বরের প্রশ্নের উত্তর।
ইতিহাসের প্রশ্নের সর্বোচ্চ মান আট। যেটা ৩+৫ , ৫+৩ অথবা পুরো ৮ নম্বরের আসতে পারে।
পুরো ৮ নম্বরের প্রশ্ন এলে সেক্ষেত্রে পুরো প্রশ্নটাকে কয়েকটা পয়েন্ট এ ভেঙে নিতে হবে। যেমন সিপাহী বিদ্রোহের প্রকৃতি আলোচনা কর? এক্ষেত্রে তিনটি গুরত্বপূর্ণ পয়েন্ট হল, প্রথমেই সূচনা অর্থাৎ একটি যথার্থ ভূমিকা দিতে হবে । দ্বিতীয় হল জাতীয়তাবাদী ঐতিহাসিকদের মতামত, এক্ষেত্রে একাধিক ঐতিহাসিকদের মতামত পয়েন্ট করে লিখতে হবে । তৃতীয় হল উপসংহার অর্থাৎ একটি যথার্থ ভাবে শেষ করতে হবে।
advertisement
advertisement
তাতেও শেষ হল না। প্রশ্নটির উত্তরে যদি কোনোভাবে ঐতিহাসিক ম্যাপ পয়েন্টিং দেওয়া যায়, তাহলে কিন্তু উত্তরটি অন্য পর্যায়ে চলে যাবে, ঠিক এমনটাই জানান বাঁকুড়া জেলা স্কুলের শিক্ষক।
advertisement
১) উত্তর টিকে যথার্থ পয়েন্টে ভেঙে নিতে হবে।
২) সূচনা, জাতীয়তাবাদী ঐতিহাসিকদের মতামত এবং উপসংহার
৩) জাতীয়তাবাদী ঐতিহাসিকদের মতামতে একাধিক ঐতিহাসিকের মতামত লিখতে হবে।
৪) ঐতিহাসিক ম্যাপ পয়েন্ট করে উত্তরের মান আরও ভাল করা যেতে পারে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 03, 2023 1:44 PM IST
