মুর্শিদাবাদ: আর কয়েক দিন পরেই মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা মানেই অনেকের প্রবল ভয়। মাধ্যমিক পরীক্ষা মানেই জীবনের প্রথম ধাপ ছাত্র জীবনের। এই ছাত্র জীবনের ভীত শক্ত করতে পরীক্ষা ভাল ভাবে দিতে হবে, পরামর্শ শিক্ষকদের। এই পরীক্ষার আগে মনের ভয় হাল্কা করার জন্য ছাত্র ও ছাত্রীরা রইল কিছু সাজেশন তুলে ধরলেন মুর্শিদাবাদের দৌলতাবাদের প্রাইভেট শিক্ষক মিঠুন মন্ডল।
আরও পড়ুন: মাধ্যমিকের ইংরেজি পরীক্ষার রাইটিং সেকশনের প্রস্তুতি নেওয়া জরুরি, জানুন সহজ টিপস
আরও পড়ুন: মাধ্যমিকে ভৌত বিজ্ঞান পরীক্ষায় পুরো নম্বর তোলার উপায় দিলেন শিক্ষক, দেখুনমাধ্যমিকের অঙ্কের শেষ মুহূর্তের প্রস্তুতি কী ভাবে করতে হবে এবং শেষ মুহূর্তের সাজেশন দিলেন শিক্ষক মিঠুন মন্ডল। মূলত, ৯০ নম্বরের লিখিত ও ১০ নম্বর থাকবে মৌখিক। মোট ১০০-র মধ্যে ১০০ তোলা যতটা সহজ, অঙ্কে ঠিক তেমনই শুন্য পাওয়া সহজ। প্রশ্নপত্র দেখার পর পনেরো মিনিট প্রশ্ন দেখার জন্য সময় দেওয়া হবে। জ্যামিতির জন্য সূক্ষ্ম ছবি আঁকতে হবে। লেখা সুস্পষ্ট করতে হবে। মাথা ঠান্ডা রেখে জ্যামিতি সূক্ষ্ম সূক্ষ্ম বিন্দুতে করতে হবে বলেও জানান শিক্ষক মিঠুন মন্ডল।কৌশিক অধিকারী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।