Madhya Siksha Parshad: ‘বিতর্কিত নয়, প্রশ্ন হবে সিলেবাস থেকে’! স্কুল পরীক্ষা নিয়ে কড়া পদক্ষেপ পর্ষদের

Last Updated:

Madhya Siksha Parshad: স্কুল পরীক্ষার প্রশ্ন নিয়ে এবার কড়া পদক্ষেপ রাজ‍্যের মধ্যশিক্ষা পর্ষদের।  পরীক্ষায় আর কোনও "বিতর্কিত" প্রশ্ন নয়।এমন কোনও প্রশ্নে করা যাবে না যা পর্ষদ ও সরকারের ভাবমূর্তি নষ্ট করে।

প্রশ্ন হবে সিলেবাস থেকে
প্রশ্ন হবে সিলেবাস থেকে
কলকাতাঃ স্কুল পরীক্ষার প্রশ্ন নিয়ে এবার কড়া পদক্ষেপ রাজ‍্যের মধ্যশিক্ষা পর্ষদের।  পরীক্ষায় আর কোনও “বিতর্কিত” প্রশ্ন নয়।এমন কোনও প্রশ্নে করা যাবে না যা পর্ষদ ও সরকারের ভাবমূর্তি নষ্ট করে। স্কুলের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন থেকে বিরত থাকতে হবে। রাজ্য জুড়ে মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত স্কুল গুলোকে নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের।
advertisement
নির্দেশিকায় বলা হয়েছে  “সিলেবাস অনুযায়ী, বই এ থাকা বিষয়ের মধ্যেই ক্লাস পরীক্ষায় প্রশ্ন করতে হবে।” পঞ্চম থেকে দশম শ্রেণির স্কুলের তরফে নেওয়া পরীক্ষায় এই নিয়ম। পর্ষদের নির্দেশ না মানলে দায় যাবে প্রধান শিক্ষকদের।
advertisement
সম্প্রতি টেস্ট পরীক্ষায় এক স্কুলের তরফে “আজাদ কাশ্মীর” নিয়ে প্রশ্ন করায় বিতর্ক হয়। এই প্রথম নয় বাবরবার স্কুলের বার্ষিক পরীক্ষায় বইয়ের বাইরে থেকে প্রশ্ন এসেছে বলা অভিভাবকেরা অভিযোগ জানিয়াছেন। বহু স্কুলে এই কারণে ভাঙচুরও করা হয়েছে। তার জেরেই এবার পর্ষদ স্কুলগুলোকে প্রশ্ন করা নিয়ে সতর্ক করে এই নির্দেশ দিল বলেই মনে করা হচ্ছে।
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhya Siksha Parshad: ‘বিতর্কিত নয়, প্রশ্ন হবে সিলেবাস থেকে’! স্কুল পরীক্ষা নিয়ে কড়া পদক্ষেপ পর্ষদের
Next Article
advertisement
Kolkata Waterlogged: ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
  • ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায় !

  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

  • বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?

VIEW MORE
advertisement
advertisement