সন্তানের উচ্চশিক্ষা নিয়ে দুশ্চিন্তা! সস্তায় শিক্ষা ঋণ দিচ্ছে এই ৫টি ব্যাঙ্ক

Last Updated:

Education Loan: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট বাড়িয়ে দিয়েছে। যার ফলে শিক্ষা ঋণের সুদের হার অনেকটাই বেড়েছে।

#নয়াদিল্লি: পড়াশোনার জন্য যখন কোনও ব্যাঙ্ক বা বেসরকারি আর্থিক সংস্থা থেকে লোন নেওয়া হয়, তখন তাকে শিক্ষা ঋণ বা এডুকেশন লোন (Education Loan) বলা হয়। এই লোন ফ্লোটিং রেট রিটেল ঋণের আকারে অনুমোদিত হয়, যা একটি এক্সটার্নাল বেঞ্চমার্কের সঙ্গে যুক্ত হয়।
বেশির ভাগ ব্যাঙ্কের ক্ষেত্রেই এই এক্সটার্নাল বেঞ্চমার্ক হল রেপো রেট। আর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই রেপো রেট বাড়িয়ে দিয়েছে। যার ফলে শিক্ষা ঋণের সুদের হার অনেকটাই বেড়ে গিয়েছে। তবে কিছু কিছু সরকারি ব্যাঙ্ক (Government Banks) এখনও কম সুদের হারে শিক্ষার্থীদের ঋণ প্রদান করছে (Cheapest education loan)। দেখে নেওয়া যাক, সেই তালিকা।
advertisement
আরও পড়ুন- শিক্ষাক্ষেত্রে কেরিয়ার বানাতে চান? এই বিষয়গুলো মাথায় রাখলেই মিলবে উচ্চ হারে বেতন
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Central Bank of India) স্টুডেন্ট লোনের ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য একাধিক স্কিম চালু করেছে। এই প্রকল্পগুলির সুদের হার ৬.৮৫ শতাংশ থেকে ৯.০ শতাংশ পর্যন্ত হয়। ঋণের পরিমাণ এবং পাঠ্যক্রম বা কোর্স অথবা প্রতিষ্ঠানের উপর নির্ভর করে এই হার পরিবর্তিত হতে থাকে।
advertisement
advertisement
ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda)-তে আবার স্টুডেন্ট লোনের সুদের হার ৭.৪০ শতাংশ থেকে ১০.৫০ শতাংশ পর্যন্ত হয়। এই ক্ষেত্রেও ঋণের পরিমাণ এবং কোর্স অথবা প্রতিষ্ঠানের উপর নির্ভর করে সুদের হার পরিবর্তিত হতে থাকে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)-তে শিক্ষা ঋণের ক্ষেত্রে পড়ুয়াদের একাধিক বিকল্প প্রদান করা হয়। ঋণের পরিমাণ এবং কোর্স অথবা প্রতিষ্ঠানের উপর নির্ভর করে সুদের হার ৭.০৫ শতাংশ থেকে ১০.০৫ শতাংশ হয়।
advertisement
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র (Bank of Maharashtra)-এর শিক্ষা ঋণের ক্ষেত্রে শিক্ষার্থীদের বার্ষিক ৭.৮০ থেকে শুরু করে ৮.৮০ শতাংশ হারে সুদ প্রদান করতে হয়। ঋণের অর্থরাশি এবং কোর্স অথবা প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে এই হার পরিবর্তিত হতে থাকে।
আরও পড়ুন- National Education Policy 2020: জাতীয় শিক্ষানীতির লক্ষ্য পড়াশোনাকে সবার কাছে পৌঁছনো: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী
ইন্ডিয়ান ব্যাঙ্ক (Indian Bank) পড়াশোনার জন্য ঋণের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের একাধিক বিকল্প প্রদান করে থাকে। ঋণের অর্থরাশি এবং কোর্স অথবা প্রতিষ্ঠানের উপর নির্ভর করে সুদের হার বার্ষিক ৮.২০ শতাংশ থেকে ১০.২০ শতাংশ পর্যন্ত হয়।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
সন্তানের উচ্চশিক্ষা নিয়ে দুশ্চিন্তা! সস্তায় শিক্ষা ঋণ দিচ্ছে এই ৫টি ব্যাঙ্ক
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement