মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কলকাতা পুলিশের তরফে চালু করা হল হেল্পলাইন নম্বর! জেনে নিন তাড়াতাড়ি
- Reported by:Amit Sarkar
- Published by:Tias Banerjee
Last Updated:
মাধ্যমিক পরীক্ষা ২০২৬-কে সামনে রেখে কলকাতা পুলিশ চালু করেছে হেল্পলাইন। ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ পরীক্ষার্থী, ২,৬৮২টি স্কুলে পরীক্ষা, প্রস্তুতি ও নিয়ম জানাল মধ্যশিক্ষা পর্ষদ।
সোমবার থেকেই শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। তার আগেই সাংবাদিক বৈঠক করে পরীক্ষাসংক্রান্ত যাবতীয় প্রস্তুতি ও নিয়মকানুনের বিস্তারিত তথ্য জানাল মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের তথ্য অনুযায়ী, এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৪ লক্ষ ২৬ হাজার ৭৩৩ এবং ছাত্রী ৫ লক্ষ ৪৪ হাজার ৬০৬। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা প্রায় দু’ লক্ষ বেড়েছে।
মাধ্যমিক পরীক্ষা ২০২৬-কে সামনে রেখে পরীক্ষার্থীদের সহায়তায় বিশেষ হেল্পলাইন নম্বর চালু করল কলকাতা পুলিশ। পরীক্ষার সময় কোনও সমস্যা বা জরুরি পরিস্থিতিতে পরীক্ষার্থীরা এই নম্বরে যোগাযোগ করতে পারবেন বলে জানানো হয়েছে। হেল্পলাইন নম্বরটি হল ৯৪৩২৬১০০৩৯।
advertisement
advertisement
পরীক্ষার সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিট থেকে প্রশ্নপত্র বিতরণ শুরু হবে। পরীক্ষা শুরু হবে সকাল ১১টায় এবং চলবে দুপুর ২টো পর্যন্ত। পরীক্ষা শুরু হচ্ছে ২ তারিখ থেকে এবং শেষ হবে ১২ তারিখে। রাজ্য জুড়ে মোট ২,৬৮২টি স্কুলে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে।
advertisement
পর্ষদ সূত্রে জানানো হয়েছে, একাধিক ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম জমা না দেওয়ার ঘটনা সামনে এসেছে। মোট ৯৫৪টি স্কুল সময়মতো ফর্ম জমা দেয়নি বলে জানা গেছে। পরীক্ষা পরিচালনার জন্য স্কুলগুলিকে যে অর্থ বরাদ্দ করা হয়, সেই টাকার পরিমাণও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পর্ষদ।
ফাইন বাড়ানো প্রসঙ্গে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আদালত নির্ধারিত সীমার মধ্যেই ফাইন ধার্য করা হয়েছে। পাশাপাশি ২৭,৭৮৩ জন পরীক্ষার্থীর সার্টিফিকেট যাচাই করে এসআইআর-এর জন্য পাঠানো হয়েছে বলেও জানানো হয়েছে।
advertisement
পরীক্ষা পরিচালনার জন্য প্রতিদিন ২,৬৮৩ জন শিক্ষকের প্রয়োজন হবে। কোনও শিক্ষক যদি এসআইআর-এর কাজে নিযুক্ত থাকেন, তাহলে তাঁকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পর্ষদের বক্তব্য, পরীক্ষা ব্যবস্থাকে কোনওভাবেই বিঘ্নিত করা উচিত নয়। কোনও স্কুলকে শুনানি কেন্দ্র করা হয়নি বলেও পর্ষদের কাছে খবর রয়েছে। নির্বাচন কমিশনকে এ বিষয়ে চিঠি পাঠানো হলেও এখনও কোনও উত্তর পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 31, 2026 10:39 AM IST








