৫ ইন্টার্নশিপ ট্রেনিংয়ে নিশ্চিত চাকরির অফার-সহ অনলাইন প্রশিক্ষণের অফার

Last Updated:

বর্তমানে বিভিন্ন কোম্পানির মধ্যে বিজনেস অ্যানালিসিস্টদের চাহিদা সবচেয়ে বেশি। অতএব প্রার্থীরা এই কোর্স থেকে অনেকটাই উপকৃত হবেন।

#কলকাতা: অনলাইন কোর্সের চলন হওয়ার পর আমাদের সকলের জন্যই নতুন কোনও স্কিল ডেভেলপমেন্ট করা সহজ হয়ে উঠেছে। ইন্টার্নশালা (Internshala) বর্তমানে সবচেয়ে বড় অনলাইন প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি যা শিক্ষার্থীদের ইন্টার্নশিপে নিজেদের নাম নথিভুক্ত করতে এবং তাদের স্কিল ডেভেলপমেন্টে সহায়তা করছে। কেরিয়ার গড়ার এই অনলাইন পোর্টালটি বর্তমানে বিভিন্ন কোর্সের জন্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র জমা নিচ্ছে। এতে যে প্রোগ্রামগুলি অফার করা হবে তা সহজেই বাড়িতে বসে শেখা যায়। কোর্স সমাপ্তির পরে এই প্ল্যাটফর্মটি প্রার্থীদের প্লেসমেন্টেও সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেয়।
এবারে জেনে নেওয়া যাক এখানে কী কী কোর্স করার সুবিধে রয়েছে-
ট্যাবলিউ কোর্স
এটি একটি ৬ সপ্তাহের ট্রেনিং প্রোগ্রাম যাতে প্রার্থীরা ট্যাবলিউ সফটওয়্যার শেখার জন্য যোগ দিতে পারেন। এর জন্য দিনে মোট ১ ঘন্টা সময় দিতে হবে। প্রার্থীদের শিক্ষণ প্রক্রিয়া চলাকালীন একটি প্রজেক্টও তৈরি করতে বলা হবে। কোর্স শেষ হলে, ইন্টার্নশালা প্রার্থীদের প্রশিক্ষণের সার্টিফিকেট দেবে। আগ্রহীদের ৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ব্যাচের জন্য ১,৯৯৯ টাকা ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
advertisement
advertisement
ডেটা সায়েন্স কোর্স
ইন্টার্নশালার এই প্রোগ্রামটি ছয় সপ্তাহের জন্য চলবে। কোর্সটি সম্পূর্ণ করতে প্রার্থীদের প্রতিদিন এক ঘণ্টা করে সময় দিতে হবে। এই প্রোগ্রামের জন্য সর্বশেষ ব্যাচ ৩ সেপ্টেম্বর শুরু হতে চলেছে। কোর্স শুরু করতে আগ্রহীদের ১,৩৪৯ টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হবে।
advertisement
ক্লিনিকাল ট্রায়াল অ্যানালিসিস এবং রিপোর্টিং
কোর্সটি চার সপ্তাহ পর্যন্ত চলবে এবং এটি শেষ করতে প্রার্থীদের সারা দিন থেকে মাত্র এক ঘণ্টা সময় দিতে হবে। থিয়োরি ছাড়াও প্রার্থীরা এতে প্র্যাকটিক্যাল দিকও শিখতে পারবেন। এই প্রোগ্রামে যোগ দিতে প্রার্থীদের ১,৩৪৯ টাকা ফি জমা দিয়ে নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে হবে।
বিজনেস অ্যানালিটিকস কোর্স
বর্তমানে বিভিন্ন কোম্পানির মধ্যে বিজনেস অ্যানালিসিস্টদের চাহিদা সবচেয়ে বেশি। অতএব প্রার্থীরা এই কোর্স থেকে অনেকটাই উপকৃত হবেন। এটি মোট আট সপ্তাহের জন্য চলবে। ইন্টার্নশালা কোর্স শেষে একটি সার্টিফিকেটও দেবে। এর জন্য ১,৩৪৯ টাকা দিয়ে নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে হবে।
advertisement
ডিপ লার্নিং কোর্স
এই কোর্সটি ছয় সপ্তাহ ধরে চলবে। এই কোর্সটি সকলেই করতে পারেন বিশেষ কোনও কোয়ালিফিকেশন ছাড়াই। এতে রেজিস্ট্রেশন করতে প্রার্থীদের ১,৯৯৯ টাকা ফি দিতে হবে। চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীদের একটি সার্টিফিকেটও দেওয়া হবে।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
৫ ইন্টার্নশিপ ট্রেনিংয়ে নিশ্চিত চাকরির অফার-সহ অনলাইন প্রশিক্ষণের অফার
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement