KV NOIDA Recruitment 2022: শুধুমাত্র ইন্টারভিউ দিলেই এই স্কুলে চাকরি! এমন সুযোগ বারবার আসবে না
- Published by:Suman Majumder
Last Updated:
Kendriya Vidyalaya Job: যোগ্য প্রার্থীরা এই স্কুলে চাকরির জন্য ২৪ মার্চ ২০২২ তারিখে ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে পারেন।
#নয়াদিল্লি: সম্প্রতি নয়ডা কেন্দ্রীয় বিদ্যালয়ের (Kendriya Vidyalaya) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে পিজিটি, টিজিটি, পিআরটি, কম্পিউটার প্রশিক্ষক সহ অন্যান্য পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে নয়ডা কেন্দ্রীয় বিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
KV NOIDA Recruitment 2022: ইন্টারভিউয়ের তারিখ
যোগ্য প্রার্থীরা ২৪ মার্চ ২০২২ তারিখে ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে পারেন।
advertisement
ইন্টারভিউয়ের তারিখ- ২৪ মার্চ ২০২২
ইন্টারভিউয়ের সময়- সকাল ৮টা থেকে
KV NOIDA Recruitment 2022: শূন্যপদের বিস্তারিত বিবরণ
advertisement
পিজিটি– ইংরেজি, হিন্দি, পদার্থবিদ্যা, কেমেস্ট্রি, জীববিদ্যা, গণিত, কম্পিউটার সায়েন্স, কমার্স, ইকোনমিক্স, ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স
টিজিটি– ইংরেজি, হিন্দি, বিজ্ঞান, গণিত, সংস্কৃত এবং সোশ্যাল সায়েন্স
পিআরটি- প্রাথমিক শিক্ষক
কম্পিউটার প্রশিক্ষক
মিউজিক ও ডান্স টিচার
গেমস স্পোর্টস কোচ
যোগ শিক্ষক
আর্ট এডুকেশন টিচার
স্টাফ নার্স
কাউন্সেলর
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
advertisement
সংস্থা: | নয়ডা কেন্দ্রীয় বিদ্যালয় (Kendriya Vidyalaya) |
পদের নাম: | পিজিটি, টিজিটি, পিআরটি, কম্পিউটার প্রশিক্ষক সহ অন্যান্য |
শূন্যপদের সংখ্যা: | কিছু জানানো হয়নি |
কাজের স্থান: | নয়ডা |
কাজের ধরন: | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি: | ইন্টারভিউ |
আবেদন প্রক্রিয়া শুরু: | কিছু জানানো হয়নি |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
ইন্টারভিউয়ের তারিখ: | ২৪.০৩.২০২২ |
advertisement
KV NOIDA Recruitment 2022: বেতন
পিজিটি– মাসিক ২৭ হাজার ৫০০ টাকা
টিজিটি– মাসিক ২৬ হাজার ২৫০ টাকা
পিআরটি- মাসিক ২১ হাজার ২৫০ টাকা
পিজিটি কম্পিউটার সায়েন্স- মাসিক ২৭ হাজার ৫০০ টাকা
পিজিটি কম্পিউটার প্রশিক্ষক- মাসিক ২৬ হাজার ২৫০ টাকা
আর্ট এডুকেশন টিচার - মাসিক ২৬ হাজার ২৫০ টাকা
advertisement
গেমস স্পোর্টস কোচ, মিউজিক ও ডান্স টিচার- মাসিক ২১ হাজার ২৫০ টাকা।
আরও পড়ুন- পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অধীনে নিয়োগ চলছে বাংলায়! আবেদনের শেষ দিন ২৮ মার্চ
যোগ শিক্ষক- মাসিক ২১ হাজার ২৫০ টাকা
স্টাফ নার্স- ৭৫০ টাকা প্রতিদিন
কাউন্সেলর- মাসিক ২৬ হাজার ২৫০ টাকা
advertisement
প্রার্থীরা স্কুলের ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন ফর্ম ডাউনলোড করতে পারেন এবং ২৪ মার্চ ২০২২ সকাল ৮ টায় স্কুলে সমস্ত ডকুমেন্টের ফটোকপি এবং ২টি পাসপোর্ট সাইজের ছবি সহ আসল আবেদনপত্র নিয়ে ইন্টারভিউ দিতে যেতে পারেন।
view commentsLocation :
First Published :
March 24, 2022 7:10 PM IST