Coolie turns into IAS Officer: সেদিনের কুলি আজ IAS অফিসার! স্টেশনের বিনামূল্যের ওয়াইফাই পরিষেবা সম্বল করেই অসাধ্যসাধন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Coolie turns into IAS Officer: তিন অস্ত্রের জোরেই লক্ষ্যভেদ করেছেন কেরলে মালবাহক হিসেবে দিন কাটানো কে শ্রীনাথ। কোনও কোচিং ক্লাসে প্রশিক্ষণ ছাড়াই ইউপিএসসি পরীক্ষায় সাফল্য পান
সম্বল বলতে ছিল অদম্য মনের জোর, হাড়ভাঙা পরিশ্রম এবং বিনামূল্যে পাওয়া একটি ওয়াইফাই। এই তিন অস্ত্রের জোরেই লক্ষ্যভেদ করেছেন কেরলে মালবাহক হিসেবে দিন কাটানো কে শ্রীনাথ। কোনও কোচিং ক্লাসে প্রশিক্ষণ ছাড়াই ইউপিএসসি পরীক্ষায় সাফল্য পান।
আদতে মুন্নারের বাসিন্দা শ্রীনাথ মালবাহকের চাকরি করতেন এর্নাকুলাম স্টেশনে। সে সময় তিনিই ছিলেন সংসারের একমাত্র উপার্জনক্ষম। পুরো সংসারের ভারই ছিল তাঁর কাঁধে। সারা দিনে দু’ শিফ্টে কাজ করতেন তিনি। তার পরও দিনের শেষে জুটত ৪০০ থেকে ৫০০ টাকা। কিন্তু তার পরও স্বপ্ন দেখার ইচ্ছে ফুরিয়ে যায়নি।
আরও পড়ুন : পাহাড়ে তুষারপাত? কলকাতায় কি ঠান্ডা ফিরবে? নাকি সরস্বতীপুজোর আগেই বসন্ত জাগ্রত দ্বারে! আবহাওয়ার বড় আপডেট জানুন
সিভিল সার্ভিসের জন্য পড়াশোনা শুরু করলেন শ্রীনাথ। আর্থিক সঙ্গতি ছিল না বলে কোনও বিশেষ প্রশিক্ষণ নিতে পারেননি। এই সঙ্কটে পরিত্রাতা হয়ে আসে তাঁর স্মার্টফোন। অনলাইনে কম খরচে পড়াশোনা করেন তিনি। নিখরচায় পাওয়া স্টেশনের ওয়াইফাই পরিষেবা বড় সাহায্য করে তাঁকে। মসৃণ ইন্টারনেট পরিষেবা পাওয়ার জন্য তিনি ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য চলে এসেছিলেন মুম্বই সেন্ট্রাল স্টেশনে।
advertisement
advertisement
কোনও বই, নোটস, কোচিং ক্লাস, শিক্ষকের সাহায্য ছাড়াই শুধুমাত্র অনলাইনে লেকচার শুনে এবং অডিওবুক ডাউনলোড করে শ্রীনাথ প্রথমে কেরলের পাবলিক সার্ভিস কমিশন বা কেপিএসসি উত্তীর্ণ হন। তবে তাঁর পাখির চোখ ছিল ইউপিএসসি পরীক্ষাই। অবশেষে চতুর্থবারের প্রচেষ্টায় সেই পরীক্ষায় সফল হন তিনি। তাঁর প্রয়াস ও সাফল্য অনুপ্রেরণা ও আদর্শ হয়ে আছে পরবর্তী পরীক্ষার্থীদের কাছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 06, 2024 6:39 PM IST