Joint Entrance Presidency University: আগামী শিক্ষাবর্ষে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের থেকে দায়িত্ব নিজের হাতে নিচ্ছে প্রেসিডেন্সি? স্নাতকে ভর্তিতে দেরি এড়াতে বড় সিদ্ধান্ত

Last Updated:

Joint Entrance Presidency University: সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল জয়েন্ট বোর্ডের বদলে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নিজেরাই স্নাতকোত্তর স্তরে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ভর্তি প্রক্রিয়া পরিচালনা করবে।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়
কলকাতা: জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের হাত থেকে স্নাতকোত্তরে ভর্তির ক্ষমতা নিজেদের হাতে নিয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। ২৬ অগাস্ট মঙ্গলবার থেকে আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু করে দিলেন কর্তৃপক্ষ। যা চলবে ৩১ অগাস্ট পর্যন্ত। ২০১৫ সাল থেকে প্রেসিডেন্সির স্নাতকোত্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিয়ে আসছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।
১০ বছর বাদে বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তরের ভর্তি প্রক্রিয়া নিজেরাই করতে চলেছে। সোমবার বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন কমিটির বৈঠকে এই বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।মঙ্গলবার তার বিজ্ঞপ্তি ও প্রকাশ করল বিশ্ববিদ্যালয়। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২ সেপ্টেম্বর প্রফেশনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে বিকেল ৫টার পর। একই সঙ্গে প্রথম সিলেকশন লিস্টও প্রকাশ করা হবে।
advertisement
আরও পড়ুন: শ্রমশ্রী প্রকল্পে এককালীন ও মাসে ৫০০০ টাকা দিচ্ছে রাজ্য সরকার, দু’দিনে কত আবেদন জমা পড়ল?
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দেবজ্যোতি কোণার বলেন, ‘‘অ্যাডমিশন কমিটি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের ভর্তির প্রক্রিয়া উচ্চ মাধ্যমিক এবং স্নাতকের নম্বরের ভিত্তিতে ভর্তি করা হবে বলে প্রস্তাব দিয়েছিল। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে কমিটি ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে চায়। সেই মতো বিজ্ঞপ্তি প্রকাশ করা হল।’’ এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ৪০:৬০ অ্যাকাডেমিক ওয়েটেজ ভিত্তিতে প্যানেল তৈরি করে দ্রুত এই প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। ১০ সেপ্টেম্বরের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ করার প্রস্তাব দেয় অ্যাডমিশন কমিটি।
advertisement
advertisement
আরও পড়ুন: দেরিতে শুরু কলেজে ভর্তিপ্রক্রিয়া, কত সংখ্যক আসন পূরণ হল? কড়া নজর উচ্চশিক্ষা দফতরের
ইতিমধ্যেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ৯০% আসন স্নাতকোত্তরে ভর্তি হয়ে গিয়েছে। তাঁরা সকলেই বিশ্ববিদ্যালয়েরই পড়ুয়া। বাকি ১০ শতাংশ যাঁরা অন্য বিশ্ববিদ্যালয় থেকে প্রেসিডেন্সিতে এসে স্নাতকোত্তর করতে চান তাঁদের প্রবেশিকা পরীক্ষা গ্রহণ করত রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। স্নাতকোত্তরে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে মোট আসন ৬৫০ মতো।
advertisement
১ অগাস্ট রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় ৮ অগাস্ট থেকে শুরু এই প্রক্রিয়া। স্নাতকোত্তরে ক্লাস শুরু ১ সেপ্টেম্বর থেকে। কিন্তু তারপরেই ওবিসি মামলায় আইনি জটিলতার কারণে সেই প্রক্রিয়া শুরু করতে পারেনি বোর্ড। ছাত্রছাত্রীদের কথা ভেবে এবার স্নাতকোত্তরের ভর্তি প্রক্রিয়া নিজেদের হাতে নিল প্রেসিডেন্সি। ইতিমধ্যেই ঠিক হয়েছে আগামী শিক্ষাবর্ষ থেকে স্নাতকেরও ভর্তি প্রক্রিয়া পরিচালনা করবে বিশ্ববিদ্যালয় নিজে। তবে তার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে পুজোর পর।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Joint Entrance Presidency University: আগামী শিক্ষাবর্ষে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের থেকে দায়িত্ব নিজের হাতে নিচ্ছে প্রেসিডেন্সি? স্নাতকে ভর্তিতে দেরি এড়াতে বড় সিদ্ধান্ত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement