Jobs for Retired Person: ৬৫-র নিচে বয়স? অবসরপ্রাপ্তদের জন্য চাকরির বড় সুযোগ, বেতনও ভাল! বিশদে জানুন
- Reported by:Sayani Sarkar
- hyperlocal
- Published by:Raima Chakraborty
Last Updated:
Jobs for Retired Person: এবার অবসরপ্রাপ্তদের জন্য চাকরির সুযোগ! বয়স ৬৫-এর মধ্যে হলেই মিলবে এই সুযোগ। প্রতি মাসে বেতনও ভাল। বিশদে জানুন ও জানান...
পূর্ব বর্ধমান, সায়নী সরকার: এবার অবসরপ্রাপ্তদের জন্য চাকরির সুযোগ! বয়স ৬৫-র মধ্যে হলেই এবার মিলতে পারে ব্লক লেভেল অ্যাকাউন্ট্যান্ট পদে চাকরি। প্রতিমাসে বেতন মিলবে ১১ হাজার টাকা। এই বিশেষ সুযোগ পাবেন মাত্র একজনই।
আবেদনকারীকে অবশ্যই সরকারি অফিসে হিসাবরক্ষণের কাজে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে। এই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে বয়স ৬৫ বছরের বেশি হওয়া চলবে না, তবে কাজে যোগদানের নির্ধারিত তারিখে বয়স ৬২ বছরের মধ্যে থাকাই বাঞ্ছনীয়। এছাড়া, হিসাবরক্ষণ এবং ব্যবস্থাপনায় অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়ুন: হাতে অল্প সময়, বেতন মাসে ৭০০০০ টাকা, আইআইটিতে চাকরির দারুণ সুযোগ কারা নিতে পারবেন?
পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক বিভাগের চাকরির সুযোগ। সম্প্রতি এই মর্মে জেলা প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পূর্ব বর্ধমান ব্লক ডেভেলপমেন্ট অফিসারের তরফে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। একজন ব্যক্তিই পাবেন এই কাজের সুযোগ কারণ শূন্যপদ রয়েছে মাত্র একটি। ‘ওয়ার্ক ইন ইন্টারভিউ’-এর মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ইন্টারভিউ হবে ১০ ফেব্রুয়ারি ২০২৬।
advertisement
advertisement
আরও পড়ুন: পরীক্ষার ভয়ে কুপোকাত, দিদির ইউপিএসসি-র ৩ লক্ষ টাকা ফি নিয়ে চম্পট ভাই! তারপর গোয়ার হোটেলে উদ্ধার
বেলা ১২ টা থেকে শুরু হবে ইন্টারভিউ এবং রিপোর্টিং টাইম সকাল ১১ টা। তবে শুধু ইন্টারভিউ নয় পাশাপাশি সেদিন লিখিত পরীক্ষা কম্পিউটার পরীক্ষাও নেওয়া হতে পারে। মোট ৪০ নম্বরে ইন্টারভিউ নেওয়া হবে। প্রয়োজনীয় কী কী নথি লাগবে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য ও শর্তগুলি জানতে হলে প্রার্থীকে প্রথমে পূর্ব বর্ধমানের ওয়েবসাইটে (https://purbabardhaman.nic.in) যেতে হবে। হোম পেজ থেকে ‘রিক্রুটমেন্ট’ এবং ‘নোটিশ’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেই বিজ্ঞপ্তি থেকেই বিস্তারিত জানতে পারবেন প্রার্থী।
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
Jan 26, 2026 8:00 PM IST











