Job Vacancy: UPSC-র অধীনে অধ্যাপক নিয়োগ! আজই আবেদন করুন

Last Updated:

Job Vacancy: UPSC Recruitment 2021: প্রার্থীদের আগামী ১৬ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

Job Vacancy: upsc recruitment 2021
Job Vacancy: upsc recruitment 2021
#নয়াদিল্লি: সম্প্রতি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (Union Public Service Commission) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ফ্যাকাল্টি (Faculty) এবং টিউটর (Tutor) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে https://www.upsc.gov.in/recruitment/recruitment-advertisement গিয়ে খোঁজ নিতে পারেন।
UPSC Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৬ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
UPSC Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ২১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
UPSC Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ
প্রফেসর (কন্ট্রোল সিস্টেম): ১টি পদ
অ্যাসোসিয়েট প্রফেসর (কম্পিউটার সায়েন্স): ১টি পদ
অ্যাসোসিয়েট প্রফেসর (ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং): ১টি পদ
অ্যাসোসিয়েট প্রফেসর (ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং): ১টি পদ
advertisement
অ্যাসোসিয়েট প্রফেসর (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং): ২টি পদ
অ্যাসোসিয়েট প্রফেসর (প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং): ১টি পদ
টিউটর (কলেজ অফ নার্সিং): ১৪টি পদ
এসসি: ২টি পদ
ওবিসি: ৫টি পদ
ইডব্লুএস: ২টি পদ
ইউআর: ৫টি পদ
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থাইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (Union Public Service Commission)
পদের নামফ্যাকাল্টি (Faculty) এবং টিউটর (Tutor)
শূন্যপদের সংখ্যা২১
কাজের স্থানভারত
কাজের ধরনস্থায়ী পদ
নির্বাচন পদ্ধতিকিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতাকিছু জানানো হয়নি
বেতনক্রমকিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতিঅনলাইন
advertisement
আবেদনের শেষ দিন: ১৬.১২.২০২১
UPSC Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা, বেতনক্রম, বয়সসীমা ইত্যাদি বিষয়ে আরও অধিক জানতে এই লিঙ্কটি ব্যবহার করতে পারেন- https://www.upsc.gov.in/sites/default/files/Advt-No-17-2021-engl-261121.pdf
UPSC Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের উল্লিখিত পদে আবেদনের জন্য আবেদন ফি বাবদ ২৫ টাকা দিতে হবে। প্রার্থীরা এসবিআই (SBI) ব্রাঞ্চে গিয়ে ক্যাশ অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা দিতে পারবেন। তফসিলি জাতি ও উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনও আবেদন ফি দিতে হবে না।
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Job Vacancy: UPSC-র অধীনে অধ্যাপক নিয়োগ! আজই আবেদন করুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement