Job Vacancy: বিভিন্ন পদে কর্মী নিয়োগ করবে সৈনিক স্কুল অম্বিকাপুর, জেনে নিন বিশদে
- Published by:Debalina Datta
Last Updated:
Job Vacancy: Sainik School Recruitment 2021: প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ২১ দিনের মধ্যেই আবেদনপত্র জমা দিতে হবে।
#অম্বিকাপুর: সম্প্রতি সৈনিক স্কুল অম্বিকাপুরের (Sainik School Ambikapur) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জেনারেল এমপ্লয়ি (General Employee) এবং অন্যান্য পদে নিয়োগের (Job Vacancy) জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে সৈনিক স্কুল অম্বিকাপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে https://sainikschoolambikapur.org.in/ খোঁজ নিতে পারেন।
Sainik School Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া (Job Vacancy) চলছে। প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ২১ দিনের মধ্যেই আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
Sainik School Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ২৪টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
Sainik School Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ
জেনারেল এমপ্লয়ি- ২০টি পদ
advertisement
কাউন্সেলর- ১টি পদ
ডিজিএমহর্স রাইডিং ইনস্ট্রাক্টর- ১টি পদ
নার্সিং সিস্টার- ১টি পদ
ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট- ১টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | সৈনিক স্কুল অম্বিকাপুর (Sainik School Ambikapur) |
পদের নাম | জেনারেল এমপ্লয়ি, কাউন্সেলর, হর্স রাইডিং ইনস্ট্রাক্টর, নার্সিং সিস্টার, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট |
শূন্যপদের সংখ্যা | ২৪ |
কাজের স্থান | অম্বিকাপুর |
কাজের ধরন | কিছু জানানো হয়নি |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
advertisement
শিক্ষাগত যোগ্যতা:
জেনারেল এমপ্লয়ি | ম্যাট্রিকুলেশন বা সমমানের যোগ্যতা |
কাউন্সিলর | সাইকোলজিতে স্নাতক বা চাইল্ড ডেভেলপমেন্টে বা কেরিয়ার গাইডেন্স এবং কাউন্সেলিংয়ে পিজি ডিপ্লোমা। |
হর্স রাইডিং ইন্সট্রাক্টর | ইন্টারমিডিয়েট বা সমমানের যোগ্যতা এবং ঘোড়ায় চড়ার জ্ঞান/রিসালদার কোর্সপ্রাপ্ত যোগ্য প্রার্থী। |
নার্সিং সিস্টার | নার্সিং-এ ডিপ্লোমা/ ডিগ্রি |
ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট | সায়েন্সে ইন্টারমিডিয়েট পাশ বা রসায়ন বিষয়ে সমমানের যোগ্যতা। |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ দিন | বিজ্ঞপ্তি প্রকাশের ২১ দিনের মধ্যে |
advertisement
আরও পড়ুন - Hot Viral Photo: বুকের কাছে শুধুই হুক কী আর যৌবন ধরে রাখতে পারে! নিয়া শর্মা-র ছবিতে আগুন, দেখুন ফটো
Sainik School Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা
জেনারেল এমপ্লয়ি: ম্যাট্রিকুলেশন বা সমমানের যোগ্যতা।
কাউন্সেলর: সাইকোলজিতে স্নাতক বা চাইল্ড ডেভেলপমেন্টে বা কেরিয়ার গাইডেন্স এবং কাউন্সেলিংয়ে পিজি ডিপ্লোমা।
advertisement
হর্স রাইডিং ইন্সট্রাক্টর: ইন্টারমিডিয়েট বা সমমানের যোগ্যতা এবং ঘোড়ায় চড়ার জ্ঞান/রিসালদার কোর্সপ্রাপ্ত প্রার্থী।
নার্সিং সিস্টার: নার্সিং-এ ডিপ্লোমা/ ডিগ্রি।
ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট: সায়েন্সে ইন্টারমিডিয়েট পাশ বা রসায়ন বিষয়ে সমমানের যোগ্যতা।
Sainik School Recruitment 2021: আবেদন ফি
প্রার্থীদের ডিমান্ড ড্রাফটের মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে। অসংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের জন্য ৫০০ টাকা আবেদন ফি এবং সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের জন্য ২০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।
Location :
First Published :
December 28, 2021 5:23 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Job Vacancy: বিভিন্ন পদে কর্মী নিয়োগ করবে সৈনিক স্কুল অম্বিকাপুর, জেনে নিন বিশদে