Job Vacancy: ONGC তে ভ্যাকেন্সি, বেতন হতে পারে ৯৮ হাজার টাকাও, কলকাতায় ও অন্যত্র নিয়োগ

Last Updated:

Job Vacancy: ONGC Recruitment 2022: প্রার্থীদের আগামী ২৮ মে, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

ongc non executive recruitment 2022, Salary and others
ongc non executive recruitment 2022, Salary and others
#নয়াদিল্লি: সম্প্রতি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডের (Oil and Natural Gas Corporation Limited) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ফায়ার সুপারভাইজার, জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সহ অন্যান্য পদে নিয়োগের (Job Vacancy) জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
ONGC Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৮ মে, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন  (Job Vacancy) করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
ONGC Recruitment 2022: শূন্যপদের বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৯২২টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
দেহরাদুন (উত্তরাখণ্ড)- ২০টি পদ
দিল্লি- ১০টি পদ
মুম্বই (মহারাষ্ট্র)- ২৬৩টি পদ
advertisement
গোয়া- ৪টি পদ
গুজরাত- ৩১৮টি পদ
যোধপুর (রাজস্থান)- ৬টি পদ
চেন্নাই/করাইকাল (তামিলনাড়ু ও পুদুচেরি)- ৩৮টি পদ
অসম- ১৬৪টি পদ
আগরতলা (ত্রিপুরা)- ৬৬টি পদ
কলকাতা (পশ্চিমবঙ্গ)- ১০টি পদ
বোকারো (ঝাড়খণ্ড)- ২৩টি পদ
ONGC Recruitment 2022: বেতন
এফ ১ লেভেল মাসিক ২৯,০০০ টাকা– ৯৮,০০০ টাকা
এ ১ লেভেল মাসিক ২৬,৬০০ টাকা– ৮৭,০০০ টাকা
advertisement
ডব্লু ১ লেভেল মাসিক ২৪,০০০ টাকা– ৫৭,৫০০ টাকা
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (Oil and Natural Gas Corporation Limited)
পদের নামনন-এক্সিকিউটিভ
শূন্যপদের সংখ্যা৯২২
কাজের স্থানভারত
কাজের ধরণকিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতিবিশদ দেখুন
আবেদন শুরু তারিখ চলছে
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতনক্রম বিশদ দেখুন
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ তারিখ ২৮.০৫.২০২২
advertisement
ONGC Recruitment 2022: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের স্টেট বোর্ড অফ টেকনিক্যাল এডুকেশন বা ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং দ্বারা স্বীকৃত কোনও আইটিআই/টেকনিক্যাল ইনস্টিটিউশন থেকে পাস করতে হবে।
ONGC Recruitment 2022: বয়সসীমা
১৮ থেকে ২৪ বছরের মধ্যে।
ONGC Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা (CBT) এবং স্কিল টেস্ট।
advertisement
ONGC Recruitment 2022: আবেদন ফি
জেনারেল ক্যাটাগরি/ ওবিসি/ এডব্লুএস- ৩০০ টাকা
SC/ ST/ PWBD/ প্রাক্তন সেনা- কোনও আবেদন ফি দিতে হবে না
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৮ মে, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন  (Job Vacancy) করতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Job Vacancy: ONGC তে ভ্যাকেন্সি, বেতন হতে পারে ৯৮ হাজার টাকাও, কলকাতায় ও অন্যত্র নিয়োগ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement