Job Vacancy: বেতন ৪৭ হাজার, এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে ভ্যাকেন্সি, রিসার্চ অ্যাসোসিয়েট পদে নিয়োগ

Last Updated:

Job Vacancy: Mizoram University Recruitment 2022: প্রার্থীদের আগামী ৯ মে, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

 in rest of ne mizoram university recruitment research associate vacancy job openings
in rest of ne mizoram university recruitment research associate vacancy job openings
#নয়াদিল্লি: সম্প্রতি মিজোরাম ইউনিভার্সিটির (Mizoram University) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে রিসার্চ অ্যাসোসিয়েট পদে নিয়োগের (Job Vacancy) আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা মিজোরাম ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
Mizoram University Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ৯ মে, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
Mizoram University Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ১টি শূন্যপদ (Job Vacancy) রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: মিজোরাম ইউনিভার্সিটি (Mizoram University)
পদের নামরিসার্চ অ্যাসোসিয়েট
শূন্যপদের সংখ্যা
কাজের স্থানমিজোরাম
কাজের ধরণগবেষণা সংক্রান্ত
নির্বাচন পদ্ধতিকিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরুচলছে
শিক্ষাগত যোগ্যতাফরেস্ট্রি/রিমোট সেন্সিং/এনভায়রনমেন্টাল সায়েন্স/বটানি এবং লাইফ সায়েন্সে এম.এসসি /এম.টেক ডি এবং পিএইচডি ডিগ্রি
বেতনক্রমমাসিক ৪৭,০০০ টাকা এবং ৮ শতাংশ এইচআরএ
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ দিন০৯.০৫.২০২২
advertisement
Mizoram University Recruitment 2022: আবেদনের যোগ্যতা
মিজোরাম বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অ্যাসোসিয়েট পদে আবেদনের জন্য প্রার্থীদের ফরেস্ট্রি/রিমোট সেন্সিং/এনভায়রনমেন্টাল সায়েন্স/বটানি এবং লাইফ সায়েন্সে এম.এসসি /এম.টেক ডি এবং পিএইচডি ডিগ্রি থাকতে হবে।
Mizoram University Recruitment 2022: বেতন
প্রার্থীদের মাসিক ৪৭,০০০ টাকা এবং ৮ শতাংশ এইচআরএ প্রদান করা হবে।
Mizoram University Recruitment 2022: বয়সসীমা
প্রার্থীরা সর্বাধিক ৩৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।
advertisement
Mizoram University Recruitment 2022: আবেদন ফি
প্রার্থীদের কোনও প্রকারের আবেদন ফি প্রদান করতে হবে না।
Mizoram University Recruitment 2022: আবেদন পদ্ধতি
ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা অ্যানেক্সার-I অনুযায়ী আবেদনপত্র ও তৎসংলগ্ন নথিপত্র পাঠতে পারেন। প্রার্থীদের বায়োডেটা, বয়সসীমা, যোগ্যতার প্রমাণপত্র, এক্সপেরিয়েন্স সার্টিফিকেট (যদি থাকে), পাবলিকেশনের (যদি থাকে) সমস্ত সার্টিফিকেটের ফটোকপি সহ এই ই-মেইলের মাধ্যমে sktripathi_13@yahoo.com পাঠাতে হবে।
advertisement
সমস্ত ডকুমেন্ট সহ প্রার্থীদের ৯ মে, ২০২২ বা তার আগে আবেদনপত্র জমা করতে হবে।
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Job Vacancy: বেতন ৪৭ হাজার, এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে ভ্যাকেন্সি, রিসার্চ অ্যাসোসিয়েট পদে নিয়োগ
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement