তীব্র গরমে চলছে ক্রিকেট, ক্রিকেটারদের স্বাস্থ্যের কথা ভেবে উদ্যোগ নিল সিএবি৷ কলকাতা ময়দানের ম্যাচগুলোতে দেওয়া হচ্ছে আইস বক্স, লেবু, বিটনুন প্রচুর পরিমাণে জল। আগে যা জল দেওয়া হতো তা দ্বিগুণ করে দেওয়া হয়েছে। ম্যাচ চলাকালীন বাড়ানো হচ্ছে অ্যাম্বুলেন্স এর সংখ্যা। কলকাতায় আয়োজিত বিসিসিআইয়ের ম্যাচগুলোতে প্রত্যেক দলকে দেওয়া হবে ৭০ থেকে ৮০ টাকা করে ডাব। Input- Eron Roy Burman