Job Vacancy: অধ্যাপক ও সহকারী অধ্যাপক নিয়োগ হবে এই সরকারি সংস্থায়

Last Updated:

Job Vacancy: AIIMS Recruitment 2022: প্রার্থীদের আগামী ২০ মার্চ, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

Job Vacancy: aiims recruitment 2022 application begins for 11 posts at aiims patna know all details
Job Vacancy: aiims recruitment 2022 application begins for 11 posts at aiims patna know all details
#নয়াদিল্লি: সম্প্রতি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, পটনার (All India Institute of Medical Science) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অধ্যাপক এবং সহকারী অধ্যাপকের পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের ওয়েবসাইটে https://www.aiims.edu/en/notices/recruitment/aiims-recruitment.html  গিয়ে খোঁজ নিতে পারেন।
AIIMS Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ২০ মার্চ, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
AIIMS Recruitment 2022: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ১১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। প্রার্থীদের মূলত অধ্যাপক এবং সহকারী অধ্যাপকের পদে নিয়োগ করা হবে। ১১টির মধ্যে ছ'টি শূন্যপদ অধ্যাপক পদের জন্য, ১টি শূন্যপদ সহযোগী অধ্যাপক পদের জন্য এবং ৪টি শূন্যপদ সহকারী অধ্যাপক পদের জন্য।
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থাঅল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, পটনা (All India Institute of Medical Science)
পদের নামঅধ্যাপক এবং সহকারী অধ্যাপক
শূন্যপদের সংখ্যা১১
কাজের স্থানপটনা
কাজের ধরনকিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতিকিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতাকিছু জানানো হয়নি
বেতনক্রমকিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি অনলাইন
advertisement
AIIMS Recruitment 2022: আবেদন ফি
AIIMS পটনা নিয়োগের জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন ফি দিতে হবে। জেনারেল ক্যাটাগরি/ওবিসি বিভাগের জন্য ১৫০০ টাকা এবং SC/ST ও EWS বিভাগের প্রার্থীদের জন্য ১২০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। PWBD বিভাগের জন্য আবেদন ফি ছাড় দেওয়া হয়েছে। আবেদনের শেষ দিন: ২০.০৩.২০২২
advertisement
AIIMS Recruitment 2022: বয়সসীমা
বয়সসীমার মানদণ্ড অনুযায়ী, অধ্যাপক/অতিরিক্ত অধ্যাপক পদের জন্য সর্বোচ্চ বয়স ৫৮ বছর। সহযোগী অধ্যাপক/সহকারী অধ্যাপক পদের জন্য সর্বোচ্চ বয়স ৫০ বছর।
প্রার্থীরা এখানে উপলব্ধ লিঙ্কের https://recruitment.aiimspatna.edu.in/aiimsp_facrec2022/index.php মাধ্যমে আবেদন করতে পারেন।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Job Vacancy: অধ্যাপক ও সহকারী অধ্যাপক নিয়োগ হবে এই সরকারি সংস্থায়
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement