ONGC Recruitment 2021: অয়েল এবং ন্যাচারাল গ্যাস কর্পোরেশনে প্রচুর পদে নিয়োগ, দেরি করবেন না!

Last Updated:

অধিক জানতে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে ongcindia.com গিয়ে খোঁজ নিতে পারেন। (ONGC Recruitment 2021)

অয়েল এবং ন্যাচারাল গ্যাস কর্পোরেশনে প্রচুর পদে নিয়োগ, দেরি করবেন না!
অয়েল এবং ন্যাচারাল গ্যাস কর্পোরেশনে প্রচুর পদে নিয়োগ, দেরি করবেন না!
#নয়াদিল্লি: অয়েল এবং ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (Oil and Natural Gas Corporation Limited) সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করে গ্র্যাজুয়েট ট্রেনিদের আমন্ত্রণ জানিয়েছে। প্রার্থীরা তাঁদের গেট-২০২০ স্কোরের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই বিষয়ে আরও অধিক জানতে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে ongcindia.com গিয়ে খোঁজ নিতে পারেন।
ONGC Recruitment 2021: আবেদনের তারিখআবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২২ সেপ্টেম্বর, প্রার্থীদের আগামী ১২ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
ONGC Recruitment 2021: শূন্যপদের সংখ্যামোট ৩১৩টি শূন্যপদ রয়েছে বলে জানা গিয়েছে ।
ONGC Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ এইই (সিমেন্টিং): ৭টি পদ এইই (সিভিল): ১৮টি পদ এইই (ড্রিলিং): ২৮টি পদ এইই (ইলেকট্রিক্যাল): ৩৯টি পদ এইই (ইলেকট্রনিক্স): ৫টি পদ এইই (ইন্সট্রুমেন্টেশন): ৩২টি পদ এইই (মেকানিক্যাল): ৩১টি পদ এইই (প্রোডাকশন) কেমিক্যাল: ১৬টি পদ এইই (প্রোডাকশন) পেট্রোলিয়াম: ১২টি পদ এইই (রিসার্ভার): ৭টি পদ কেমিস্ট: ১৫টি পদ জুওলজিস্ট: ১৯টি পদ জিওফিজিস্ট (সারফেস): ২৪টি পদ জিওফিজিস্ট (ওয়েলস): ১২টি পদ ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট অফিসার: ১২টি পদ প্রোগ্রামিং অফিসার: ৫টি পদ ট্রান্সপোর্ট অফিসার: ৭টি পদ এইই (ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং): ৩টি পদ
ONGC Recruitment 2021: বয়সসীমাএইই (সিমেন্টিং), এইই (সিভিল) পদে জেনারেল ক্যাটাগরি এবং EWS প্রার্থীরা সর্বোচ্চ ২৮ বছর, ও অন্যান্য পদে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এইই (সিমেন্টিং), এইই (সিভিল) পদে ওবিসি প্রার্থীরা সর্বোচ্চ ৩১ বছর, ও অন্যান্য পদে ৩৩ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এইই (সিমেন্টিং), এইই (সিভিল) পদে SC/ST প্রার্থীরা সর্বোচ্চ ৩৩ বছর, ও অন্যান্য পদে সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য: সংস্থা: অয়েল এবং ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ONGC) পদের নাম: এইই সিমেন্টিং, সিভিল, ড্রিলিং, ইলেকট্রিক্যাল ইত্যাদি শূন্যপদের সংখ্যা: ৩১৩ কাজের স্থান: কিছু জানানো হয়নি কাজের ধরন: ট্রেনিং নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি আবেদন প্রক্রিয়া শুরু: ২২.০৯.২০২১ শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি বেতনক্রম: কিছু জানানো হয়নি আবেদন পদ্ধতি: অনলাইন আবেদনের শেষ দিন: ১২.১০.২০২১
ONGC Recruitment 2021: কী ভাবে আবেদন করতে হবে? স্টেপ-১ ONGC-এর অফিসিয়াল ওয়েবসাইটের হোমপেজে গিয়ে কেরিয়ার ট্যাবে ক্লিক করতে হবে। এর পর ‘Recruitment of GTs in Engineering & Geoscience disciplines through GATE 2020 score' লেখা লিঙ্কে ক্লিক করতে হবে। স্টেপ-২ ‘নিউ অ্যাপ্লিকেন্টে’ ক্লিক করে গেট-২০২০ রেজিস্ট্রেশন নম্বর এবং আইডি দিয়ে নিজেদের নাম রেজিস্টার করাতে হবে। স্টেপ-৩ আবেদন ফি জমা করিয়ে ফর্ম সাবমিট করতে হবে।
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
ONGC Recruitment 2021: অয়েল এবং ন্যাচারাল গ্যাস কর্পোরেশনে প্রচুর পদে নিয়োগ, দেরি করবেন না!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement