ONGC Recruitment 2021: অয়েল এবং ন্যাচারাল গ্যাস কর্পোরেশনে প্রচুর পদে নিয়োগ, দেরি করবেন না!
- Published by:Raima Chakraborty
Last Updated:
অধিক জানতে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে ongcindia.com গিয়ে খোঁজ নিতে পারেন। (ONGC Recruitment 2021)
#নয়াদিল্লি: অয়েল এবং ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (Oil and Natural Gas Corporation Limited) সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করে গ্র্যাজুয়েট ট্রেনিদের আমন্ত্রণ জানিয়েছে। প্রার্থীরা তাঁদের গেট-২০২০ স্কোরের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই বিষয়ে আরও অধিক জানতে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে ongcindia.com গিয়ে খোঁজ নিতে পারেন।
ONGC Recruitment 2021: আবেদনের তারিখ | আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২২ সেপ্টেম্বর, প্রার্থীদের আগামী ১২ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। |
ONGC Recruitment 2021: শূন্যপদের সংখ্যা | মোট ৩১৩টি শূন্যপদ রয়েছে বলে জানা গিয়েছে । |
ONGC Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ | এইই (সিমেন্টিং): ৭টি পদ এইই (সিভিল): ১৮টি পদ এইই (ড্রিলিং): ২৮টি পদ এইই (ইলেকট্রিক্যাল): ৩৯টি পদ এইই (ইলেকট্রনিক্স): ৫টি পদ এইই (ইন্সট্রুমেন্টেশন): ৩২টি পদ এইই (মেকানিক্যাল): ৩১টি পদ এইই (প্রোডাকশন) কেমিক্যাল: ১৬টি পদ এইই (প্রোডাকশন) পেট্রোলিয়াম: ১২টি পদ এইই (রিসার্ভার): ৭টি পদ কেমিস্ট: ১৫টি পদ জুওলজিস্ট: ১৯টি পদ জিওফিজিস্ট (সারফেস): ২৪টি পদ জিওফিজিস্ট (ওয়েলস): ১২টি পদ ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট অফিসার: ১২টি পদ প্রোগ্রামিং অফিসার: ৫টি পদ ট্রান্সপোর্ট অফিসার: ৭টি পদ এইই (ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং): ৩টি পদ |
ONGC Recruitment 2021: বয়সসীমা | এইই (সিমেন্টিং), এইই (সিভিল) পদে জেনারেল ক্যাটাগরি এবং EWS প্রার্থীরা সর্বোচ্চ ২৮ বছর, ও অন্যান্য পদে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এইই (সিমেন্টিং), এইই (সিভিল) পদে ওবিসি প্রার্থীরা সর্বোচ্চ ৩১ বছর, ও অন্যান্য পদে ৩৩ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এইই (সিমেন্টিং), এইই (সিভিল) পদে SC/ST প্রার্থীরা সর্বোচ্চ ৩৩ বছর, ও অন্যান্য পদে সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। |
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য: | সংস্থা: অয়েল এবং ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ONGC) পদের নাম: এইই সিমেন্টিং, সিভিল, ড্রিলিং, ইলেকট্রিক্যাল ইত্যাদি শূন্যপদের সংখ্যা: ৩১৩ কাজের স্থান: কিছু জানানো হয়নি কাজের ধরন: ট্রেনিং নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি আবেদন প্রক্রিয়া শুরু: ২২.০৯.২০২১ শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি বেতনক্রম: কিছু জানানো হয়নি আবেদন পদ্ধতি: অনলাইন আবেদনের শেষ দিন: ১২.১০.২০২১ |
ONGC Recruitment 2021: কী ভাবে আবেদন করতে হবে? | স্টেপ-১ ONGC-এর অফিসিয়াল ওয়েবসাইটের হোমপেজে গিয়ে কেরিয়ার ট্যাবে ক্লিক করতে হবে। এর পর ‘Recruitment of GTs in Engineering & Geoscience disciplines through GATE 2020 score' লেখা লিঙ্কে ক্লিক করতে হবে। স্টেপ-২ ‘নিউ অ্যাপ্লিকেন্টে’ ক্লিক করে গেট-২০২০ রেজিস্ট্রেশন নম্বর এবং আইডি দিয়ে নিজেদের নাম রেজিস্টার করাতে হবে। স্টেপ-৩ আবেদন ফি জমা করিয়ে ফর্ম সাবমিট করতে হবে। |
advertisement
advertisement
Location :
First Published :
October 04, 2021 12:56 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
ONGC Recruitment 2021: অয়েল এবং ন্যাচারাল গ্যাস কর্পোরেশনে প্রচুর পদে নিয়োগ, দেরি করবেন না!