DU Assistant Professor Recruitment 2021: দিল্লি বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক নিয়োগ চলছে, দারুণ সুযোগ হাতছাড়া করবেন না!
- Published by:Raima Chakraborty
Last Updated:
বিশদে জানতে প্রার্থীরা দিল্লি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে du.ac.in গিয়ে খোঁজ নিতে পারেন। (DU Assistant Professor Recruitment 2021)
#নয়াদিল্লি: সম্প্রতি দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা দিল্লি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে du.ac.in গিয়ে খোঁজ নিতে পারেন।
DU Assistant Professor Recruitment 2021: আবেদনের তারিখ | প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২০ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটেই du.ac.in প্রার্থীরা আবেদনপত্র পেয়ে যাবেন। |
DU Assistant Professor Recruitment 2021: শূন্যপদের সংখ্যা | প্রতিষ্ঠানের তরফে মোট ২৫১টি শূন্যপদ পদ রয়েছে বলে জানানো হয়েছে । |
DU Assistant Professor Recruitment 2021: বিশেষ ঘোষণা | প্রার্থীদের মূলত মেরিট লিস্টের ভিত্তিতে নির্বাচন করা হবে। সে ক্ষেত্রে উল্লিখিত পদের জন্য প্রদত্ত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী মেরিট লিস্ট প্রস্তুত করা হবে। বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর করা সিলেকশন কমিটি এই নিয়োগের সিদ্ধান্তে বিশেষ ভূমিকা নেবে। প্রার্থিদের আবেদনের পূর্বে ভালো করে আবেদনের যোগ্যতা ও অন্যান্য তথ্য পড়ে নিতে হবে। |
DU Assistant Professor Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা | যে সকল প্রার্থীরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসার পদে আবেদন করতে চান তাঁরা শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও অন্যান্য তথ্য জানতে এই লিঙ্কে গিয়ে দেখতে পারেন- http://www.du.ac.in/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=2434&cntnt01returnid=219 |
DU Assistant Professor Recruitment 2021: নির্বাচন পদ্ধতি | প্রার্থীদের স্নাতক, স্নাতকোত্তর, এম.ফিল, পিএইচ.ডি, নেট, নেট-জেআরএফ, পাবলিকেশন, পোস্ট ডক্টরেট ইত্যাদির নম্বরের ভিত্তিতে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। |
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য: | সংস্থা: দিল্লি বিশবিদ্যালয় (DU) পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রফেসার শূন্যপদের সংখ্যা: ২৫১ কাজের স্থান: দিল্লি কাজের ধরন: সরকারি নির্বাচন পদ্ধতি: মেরিট লিস্ট ও ইন্টারভিউ আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে শিক্ষাগত যোগ্যতা: নির্দিষ্ট কিছু জানানো হয়নি বেতনক্রম: কিছু জানানো হয়নি আবেদন পদ্ধতি: অনলাইন আবেদনের শেষ দিন: ২০.১০.২০২১ |
DU Assistant Professor Recruitment 2021: আবেদন ফি | জেনারেল/ ওবিসি/ অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া বর্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০০ টাকা। অন্য দিকে, তফসিলি জাতি, উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের আবেদন ফি বাবদ কোনও অর্থ দিতে হবে না। কেবল মাত্র অনলাইনেই আবেদন ফি নেওয়া হবে। |
advertisement
advertisement
Location :
First Published :
October 01, 2021 7:22 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
DU Assistant Professor Recruitment 2021: দিল্লি বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক নিয়োগ চলছে, দারুণ সুযোগ হাতছাড়া করবেন না!