Teachers Recruitment 2021: বিপুল সংখ্যক শূন্যপদে শিক্ষক নিয়োগ করবে পাবলিক সার্ভিস কমিশন! কী ভাবে আবেদন করবেন?
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Teachers Recruitment 2021: প্রার্থীদের আগামী ৭ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
#ভুবনেশ্বর: সম্প্রতি ওড়িশা পাবলিক সার্ভিস কমিশনের (Odisha Public Service Commission) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে স্কুল এবং মাস এডুকেশন বিভাগের (Department of School and Mass Education) অধীনে পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক (Post Graduate Teacher) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন।
এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা OPSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে opsc.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।
OPSC PGT Recruitment 2021: আবেদনের তারিখ
advertisement
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে ৮ নভেম্বর থেকে। প্রার্থীদের আগামী ৭ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে OPSC-এর অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পাওয়া যাবে। সময়সীমায় যদি কোনও বদল আনা হয় তা পরবর্তীতে প্রার্থীদের নোটিসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
advertisement
OPSC PGT Recruitment 2021: শূন্যপদের সংখ্যা ও বিবরণ
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৩৩৫টি শূন্যপদ পদ রয়েছে বলে জানানো হয়েছে। প্রার্থীদের মূলত পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক পদে নিয়োগ করা হবে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
advertisement
সংস্থা: ওড়িশা পাবলিক সার্ভিস কমিশন (OPSC)
পদের নাম: পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক
শূন্যপদের সংখ্যা: ৩৩৫
কাজের স্থান: ওড়িশা
কাজের ধরন: কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি: ক্যারিয়ার অ্যাসেসমেন্ট ও ইন্টারভিউ
আবেদন প্রক্রিয়া শুরু: ০৮.১১.২০২১
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: কিছু জানানো হয়নি
আবেদনের শেষ দিন: ০৭.১২.২০২১
advertisement
OPSC PGT Recruitment 2021: বয়সসীমা
১ জানুয়ারি, ২০২১ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়সসীমা ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
OPSC PGT Recruitment 2021: আবেদন ফি
প্রার্থীদের আবেদন ফি বাবদ ৪০০ টাকা দিতে হবে। তবে তফসিলি জাতি ও উপজাতি এবং শারীরিক প্রতিবন্ধীদের কোনও আবেদন ফি লাগবে না।
advertisement
OPSC PGT Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের কেরিয়ার অ্যাসেসমেন্ট এবং পার্সোনাল ইন্টারভিউয়ের ভিত্তিতে নির্বাচন করা হবে।
OPSC PGT Recruitment 2021: আবেদন পদ্ধতি
view commentsপ্রার্থীদের ওড়িশা পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে নোটিশটি ডাউনলোড করে ভালো ভাবে পড়ে নিতে হবে। এর পর নোটিশে প্রদত্ত বিবরণ অনুসারে আবেদনপত্রটি পূরণ করে জমা করতে হবে। প্রার্থীরা আবেদনপত্র জমা করানোর পর ভবিষযতের সুবিধার্থে ফর্মের এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারেন।
Location :
First Published :
Oct 29, 2021 4:23 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Teachers Recruitment 2021: বিপুল সংখ্যক শূন্যপদে শিক্ষক নিয়োগ করবে পাবলিক সার্ভিস কমিশন! কী ভাবে আবেদন করবেন?









