হোম /খবর /চাকরি ও শিক্ষা /
চলবে ইন্টারভিউ, আদালতের অনুমতি ছাড়া উচ্চ প্রাথমিকে নিয়োগ করতে পারবে না কমিশন

West Bengal Upper Primary Recruitment: চলবে ইন্টারভিউ, আদালতের অনুমতি ছাড়া উচ্চ প্রাথমিকে কাউকে নিয়োগ নয়, কমিশনকে নির্দেশ হাইকোর্টের

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

তবে আপাতত ইন্টারভিউ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়ার জন্য স্কুল সার্ভিস কমিশনকে অনুমতি দিয়েছে আদালত৷ প্যানেলও তৈরি করতে পারবে এসএসসি (West Bengal Upper Primary Recruitment )৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ফের কিছুটা জট৷ আদালতের নির্দেশ ছাড়া কোনও চাকরিপ্রার্থীকে নিয়োগ করা যাবে না বলে এ দিন স্কুল সার্ভিস কমিশনকে অন্তর্বর্তী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট৷ তবে আপাতত ইন্টারভিউ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়ার জন্য স্কুল সার্ভিস কমিশনকে অনুমতি দিয়েছে আদালত৷ প্যানেলও তৈরি করতে পারবে এসএসসি৷ কিন্তু কাউকে নিয়োগের জন্য রাজ্য সরকারের কাছে সুপারিশ করতে পারবে না কমিশন৷ তিন মাস পর ফের মামলার শুনানি হবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ৷

স্কুল সার্ভিস কমিশনকে ইন্টারভিউ শুরু করার জন্য অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ৷ এ দিন ডিভিশন বেঞ্চও জানিয়েছে, আপাতত ইন্টারভিউ প্রক্রিয়া চালু রাখতে পারবে কমিশন৷ ইন্টারভিউ শেষ হওয়ার পর কমিশনকে একটি মেধা তালিকা তৈরির নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ৷  একই সঙ্গে কমিশনকে একটি ডেটাবেস তৈরি করার নির্দেশ দিয়েছে কমিশন৷ সেখানে প্রার্থীদের প্রাপ্ত নম্বর ও ইন্টারভিউ পর্বে প্রাপ্ত নম্বরের উল্লেখ থাকবে৷ পরে এই ডেটাবেস আদালতে জমা দিতে হবে৷

এ দিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চও জানিয়েছে, যে চাকরিপ্রার্থীদের অভিযোগ আছে, তা ৩১ জুলাইয়ের মধ্যে কমিশনের কাছে নথিভুক্ত করতে হবে৷ ১২ সপ্তাহের মধ্যে সেই সমস্ত অভিযোগের নিষ্পত্তি করতে হবে কমিশনকে৷ এই সমস্ত প্রক্রিয়া মেটার পরই ফের এই মামলা শুনবে হাইকোর্ট৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Calcutta High Court, SSC, Upper Primary