NCR Recruitment 2021: রেলের ১৪৬৪টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ! কী ভাবে আবেদন করবেন? জানুন খুঁটিনাটি...

Last Updated:

প্রার্থীদের আগামী ১ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে হবে অনলাইনে।

টিকিট বুকিংয়ের জন্য IRCTC ওয়েবসাইট ব্যবহার না করে অ্যাপ ব্যবহার করুন। দ্রুত লগ ইনের সুবিধার জন্য টিকিট পাওয়ার সম্ভাবনা বাড়বে। লগ ইন করার আগে UPI অ্যাপ থেকে নিজের UPI ID ফোনে কপি করে তবে টিকিট বুকিং প্রক্রিয়া শুরু করুন। এর ফলে দ্রুত পেমেন্ট শেষ করতে পারবেন। ফলে কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনা বাড়বে।
টিকিট বুকিংয়ের জন্য IRCTC ওয়েবসাইট ব্যবহার না করে অ্যাপ ব্যবহার করুন। দ্রুত লগ ইনের সুবিধার জন্য টিকিট পাওয়ার সম্ভাবনা বাড়বে। লগ ইন করার আগে UPI অ্যাপ থেকে নিজের UPI ID ফোনে কপি করে তবে টিকিট বুকিং প্রক্রিয়া শুরু করুন। এর ফলে দ্রুত পেমেন্ট শেষ করতে পারবেন। ফলে কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনা বাড়বে।
#নয়াদিল্লি: সম্প্রতি নর্থ সেন্ট্রাল রেলওয়ের (North Central Railway) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাপ্রেন্টিস (Apprentice) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা RRC-এর অফিসিয়াল ওয়েবসাইটে rrcpryj.org গিয়ে খোঁজ নিতে পারেন।
NCR Recruitment 2021: আবেদনের তারিখ
advertisement
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে প্রার্থীদের তা নির্দিষ্ট নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
advertisement
NCR Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ১৪৬৪টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
NCR Recruitment 2021: বিশেষ ঘোষণা
সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি নর্থ সেন্ট্রাল রেলওয়ের অধীনস্থ রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের (Railway Recruitment Cell) দ্বারা সংঘটিত হবে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: নর্থ সেন্ট্রাল রেলওয়ে (NCR)
পদের নাম: অ্যাপ্রেন্টিস
advertisement
শূন্যপদের সংখ্যা: ১৪৬৪
কাজের স্থান: কিছু জানানো হয়নি
কাজের ধরন: ট্রেনিং সংক্রান্ত
নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: দশম শ্রেণি উত্তীর্ণ ও আইটিআই ডিগ্রি সম্পন্ন
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ০১.১২.২০২১
advertisement
NCR Recruitment 2021: আবেদনের যোগ্যতা
উল্লিখিত পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের সরকার স্বীকৃত কোনও বোর্ড বা প্রতিষ্ঠান থেকে এসএসসি/ ম্যাট্রিকুলেশন, দশম শ্রেণি অথবা সমযোগ্যতা সম্পন্ন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীদের অন্তত ৫০% নম্বর থাকা আবশ্যিক। এছাড়াও প্রার্থীদের ভারত সরকারের অধীনস্থ NCVT/SCVT দ্বারা স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট ট্রেডে আইটিআই ডিগ্রি থাকতে হবে।
advertisement
NCR Recruitment 2021: বয়সসীমা
প্রার্থীরা সর্বোচ্চ ২৪ বছর এবং সর্বনিম্ন ১৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।
NCR Recruitment 2021: আবেদন ফি
প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফি জমা করতে হবে। তবে তফসিলি জাতি, উপজাতি, মহিলা প্রার্থী ও শারীরিক প্রতিবন্ধীদের আবেদন ফি বাবদ কোনও অর্থ দিতে হবে না।
advertisement
উল্লিখিত পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা আবেদনের বিষয়ে আরও বিশদে জানতে এই লিঙ্কটি https://www.rrcpryj.org/Downloads/Notification-Act-Apprentices-02-2021.pdf ব্যবহার করতে পারেন।
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
NCR Recruitment 2021: রেলের ১৪৬৪টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ! কী ভাবে আবেদন করবেন? জানুন খুঁটিনাটি...
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement