Punjab Police Recruitment 2021: পুলিশের চাকরিতে ৬৩৪ পদে কর্মখালি, জানুন কী ভাবে আবেদন করবেন!
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Punjab Police Recruitment 2021: ৬৩৪টি পদের জন্য নিয়োগ করতে চলেছে তারা। যার মধ্যে লিগাল, ফরেনসিক, IT ও ফিন্যান্স ডোমেইন বিভাগে শূন্যপদ রয়েছে।
#চণ্ডীগড়: পঞ্জাব পুলিশ সম্প্রতি নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যা থেকে জানা যাচ্ছে, মোট ৬৩৪টি পদের জন্য নিয়োগ করতে চলেছে তারা। যার মধ্যে লিগাল, ফরেনসিক, IT ও ফিন্যান্স ডোমেইন বিভাগে শূন্যপদ রয়েছে।
এই প্রথম কোনও পুলিশ সার্ভিসে সিভিলিয়ান ডোমেইন এক্সপার্টে এত শূন্যপদে নিয়োগ করা হচ্ছে বলে জানিয়েছেন পঞ্জাব পুলিশের DGP দিনকর গুপ্তা।
First Police Service in the country to recruit civilian domain experts in such large numbers. Come, share our vision & help bust crime & criminals: Apply for 634 Posts on offer in areas, including Legal, Forensics, IT & Finance. 1 CB Written-test scheduled in September 2021. pic.twitter.com/BjwBJwdseu
— DGP Punjab Police (@DGPPunjabPolice) July 10, 2021
advertisement
advertisement
পঞ্জাব পুলিশের বিভিন্ন পদে নিয়োগের শূন্যপদের বিবরণ :
মোট ৬৩৪টি শূন্যপদের মধ্যে ৮১টি শূন্যপদ ফিন্যান্স ডোমেইনে, ২৪৮টি শূন্যপদ IT, ১৭৪টি শূন্যপদ ফরেন্সিক ও ১৩১টি শূন্যপদ লিগাল বিভাগে রয়েছে।
পঞ্জাব পুলিশের বিভিন্ন পদে নিয়োগের শূন্যপদে আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদনের শেষ তারিখ এখনও পর্যন্ত জানা যায়নি তবে সত্বর এই আবেদন প্রক্রিয়া শুরু ও শেষ হবে। কারণ জানা যাচ্ছে, চলতি বছর সেপ্টেম্বরেই নিয়োগ প্রক্রিয়ার বেশিরভাগটাই সেরে ফেলতে চাইছে পঞ্জাব পুলিশ।
advertisement
পঞ্জাব পুলিশের বিভিন্ন পদে নিয়োগের শূন্যপদে আবেদনের জন্য বয়সসীমা :
১ জানুয়ারি ২০২১ অনুযায়ী, ১৮ থেকে ৩৭ বছর বয়সী যোগ্য প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করতে পারেন। বয়সসীমা বাড়তে পারে সরকার কর্তৃক পদত্ত বিভিন্ন ক্যাটাগরিতে।
পঞ্জাব পুলিশের বিভিন্ন পদে নিয়োগের শূন্যপদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা :
এই নিয়োগের ক্ষেত্রে কম্পিউটারে পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষাটি অনলাইন অর্থাৎ কম্পিউটারে হবে।
advertisement
১. এই পরীক্ষায় নির্দিষ্ট একটি নম্বর পেতে হবে।
২. এই পদগুলিতে নিয়োগের ক্ষেত্রে উচ্চতা দেখা হবে না।
৩. এই পদগুলিতে নিয়োগের ক্ষেত্রে কোনও শারীরিক পরীক্ষা বা ট্রায়াল হবে না।
৪. আবেদনের জন্য গ্র্যাজুয়েট হতে হবে। সঙ্গে জরুরি ২ বছর কাজ করার অভিজ্ঞতা।
কবে থেকে আবেদন জমা নেওয়া শুরু হবে, কবেই বা শেষ হবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এই সকল তথ্যের জন্য পঞ্জাব পুলিশের ওয়েবসাইট দেখে নেওয়া যেতে পারে। আশা করা যাচ্ছে আগামী ১-২ সপ্তাহের মধ্যে এই নিয়োগ সংক্রান্ত আরও তথ্য সহকারে নোটিফিকেশন সেখানে প্রকাশ করা হবে।
advertisement
আবেদন অনলাইনে করা যাবে কি না তাও ওয়েবসাইট থেকে জানা যেতে পারে!
view commentsLocation :
First Published :
July 12, 2021 1:34 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Punjab Police Recruitment 2021: পুলিশের চাকরিতে ৬৩৪ পদে কর্মখালি, জানুন কী ভাবে আবেদন করবেন!