South 24 Parganas News: গাদা গাদা টাকা খরচ করে নয়, চাকরির প্রস্তুতির ট্রেনিং দেওয়া হবে এই কলেজে! এখনই দেখুন

Last Updated:

রায়দিঘি কলেজে দেওয়া হবে চাকরির প্রস্তুতি প্রশিক্ষণ। সেজন্য কলেজে খোলা হয়েছে সিসিইআরসি কেন্দ্র। ইতিমধ্যে এখান থেকে ফর্ম দেওয়া শুরু হয়েছে নভেম্বরের মাঝামাঝি থেকে শুরু হয়ে যাবে এখানে কোচিং-এর কাজ।

+
রায়দিঘি

রায়দিঘি কলেজ

রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: রায়দিঘি কলেজে দেওয়া হবে চাকরির প্রস্তুতি প্রশিক্ষণ। সেজন্য কলেজে খোলা হয়েছে সিসিইআরসি কেন্দ্র। ইতিমধ্যে এখান থেকে ফর্ম দেওয়া শুরু হয়েছে নভেম্বরের মাঝামাঝি থেকে শুরু হয়ে যাবে এখানে কোচিং-এর কাজ। সুন্দরবনের প্রান্তিক এলাকার কলেজ রায়দিঘি কলেজে পাথরপ্রতিমা, কুলতলি, জয়নগর, মথুরাপুর ১ ও ২ নং‌ ব্লকের বিপুল সংখ্যক শিক্ষার্থী পড়েন। তাদের জন্য কলেজ শেষ করে চাকরির জন্য প্রস্তুতি নিতে এতদিন কলকাতায় যেতে হত।
অনেকেই আর প্রস্তুতি নিতে পারতেন না। সময় ও যোগাযোগ ব্যবস্থার জন্য অনেক ছেলে-মেয়ের স্বপ্ন ভেঙে যেত। তাদের কথা ভেবে এবার কলেজ প্রাঙ্গনেই এই কোচিং সেন্টারের ব্যবস্থা করা হয়েছে। শনি, রবি ও সোমবার করে হবে এই প্রশিক্ষণ। সমস্ত রকমের চাকরির প্রশিক্ষণ এখান থেকে দেওয়া হবে। এখানে স্পোকেন ইংলিশ ও ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতিও নেওয়া হবে। ফলে এই এলাকার ছেলে-মেয়েদের জন্য নতুন দিগন্তের উন্মোচন হল।
advertisement
advertisement
এ নিয়ে রায়দিঘি কলেজের অধ্যক্ষ শশবিন্দু জানা জানিয়েছেন, এই কোচিং সেন্টারটি রায়দিঘির বিধায়ক ড: অলক জলদাতার প্রত্যক্ষ সহযোগিতায় গড়ে তোলা হচ্ছে। এখানে প্রশিক্ষিত শিক্ষক-শিক্ষিকারা শিক্ষার্থীদের কোচিং করাবেন।
advertisement
মাঝে-মধ্যে মকটেস্ট নেওয়া হবে। মকটেস্টে ভাল রেজাল্ট করা ছাত্র-ছাত্রীদের আরও প্রশিক্ষণ দেওয়া হবে। লক্ষ্য থাকবে এই এলাকায় যাতে কোনওভাবেই ছাত্র-ছাত্রীরা পিছিয়ে না পড়ে। এই সেন্টারটি সকলের স্বপ্ন পূরণ করবে বলে জানিয়েছেন তাঁরা। এখানে যে সমস্ত শিক্ষকরা আসবে তাদের অনেকেই কলকাতায় প্রশিক্ষণ দেওয়ার কাজের সঙ্গে যুক্ত। ফলে ছাত্র-ছাত্রীরা ভাল কোয়ালিটির কাজের সুযোগ পাবেন।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
South 24 Parganas News: গাদা গাদা টাকা খরচ করে নয়, চাকরির প্রস্তুতির ট্রেনিং দেওয়া হবে এই কলেজে! এখনই দেখুন
Next Article
advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
২২ গজের পর ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
  • ২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

  • ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

  • দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত

VIEW MORE
advertisement
advertisement