South 24 Parganas News: গাদা গাদা টাকা খরচ করে নয়, চাকরির প্রস্তুতির ট্রেনিং দেওয়া হবে এই কলেজে! এখনই দেখুন

Last Updated:

রায়দিঘি কলেজে দেওয়া হবে চাকরির প্রস্তুতি প্রশিক্ষণ। সেজন্য কলেজে খোলা হয়েছে সিসিইআরসি কেন্দ্র। ইতিমধ্যে এখান থেকে ফর্ম দেওয়া শুরু হয়েছে নভেম্বরের মাঝামাঝি থেকে শুরু হয়ে যাবে এখানে কোচিং-এর কাজ।

+
রায়দিঘি

রায়দিঘি কলেজ

রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: রায়দিঘি কলেজে দেওয়া হবে চাকরির প্রস্তুতি প্রশিক্ষণ। সেজন্য কলেজে খোলা হয়েছে সিসিইআরসি কেন্দ্র। ইতিমধ্যে এখান থেকে ফর্ম দেওয়া শুরু হয়েছে নভেম্বরের মাঝামাঝি থেকে শুরু হয়ে যাবে এখানে কোচিং-এর কাজ। সুন্দরবনের প্রান্তিক এলাকার কলেজ রায়দিঘি কলেজে পাথরপ্রতিমা, কুলতলি, জয়নগর, মথুরাপুর ১ ও ২ নং‌ ব্লকের বিপুল সংখ্যক শিক্ষার্থী পড়েন। তাদের জন্য কলেজ শেষ করে চাকরির জন্য প্রস্তুতি নিতে এতদিন কলকাতায় যেতে হত।
অনেকেই আর প্রস্তুতি নিতে পারতেন না। সময় ও যোগাযোগ ব্যবস্থার জন্য অনেক ছেলে-মেয়ের স্বপ্ন ভেঙে যেত। তাদের কথা ভেবে এবার কলেজ প্রাঙ্গনেই এই কোচিং সেন্টারের ব্যবস্থা করা হয়েছে। শনি, রবি ও সোমবার করে হবে এই প্রশিক্ষণ। সমস্ত রকমের চাকরির প্রশিক্ষণ এখান থেকে দেওয়া হবে। এখানে স্পোকেন ইংলিশ ও ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতিও নেওয়া হবে। ফলে এই এলাকার ছেলে-মেয়েদের জন্য নতুন দিগন্তের উন্মোচন হল।
advertisement
advertisement
এ নিয়ে রায়দিঘি কলেজের অধ্যক্ষ শশবিন্দু জানা জানিয়েছেন, এই কোচিং সেন্টারটি রায়দিঘির বিধায়ক ড: অলক জলদাতার প্রত্যক্ষ সহযোগিতায় গড়ে তোলা হচ্ছে। এখানে প্রশিক্ষিত শিক্ষক-শিক্ষিকারা শিক্ষার্থীদের কোচিং করাবেন।
advertisement
মাঝে-মধ্যে মকটেস্ট নেওয়া হবে। মকটেস্টে ভাল রেজাল্ট করা ছাত্র-ছাত্রীদের আরও প্রশিক্ষণ দেওয়া হবে। লক্ষ্য থাকবে এই এলাকায় যাতে কোনওভাবেই ছাত্র-ছাত্রীরা পিছিয়ে না পড়ে। এই সেন্টারটি সকলের স্বপ্ন পূরণ করবে বলে জানিয়েছেন তাঁরা। এখানে যে সমস্ত শিক্ষকরা আসবে তাদের অনেকেই কলকাতায় প্রশিক্ষণ দেওয়ার কাজের সঙ্গে যুক্ত। ফলে ছাত্র-ছাত্রীরা ভাল কোয়ালিটির কাজের সুযোগ পাবেন।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
South 24 Parganas News: গাদা গাদা টাকা খরচ করে নয়, চাকরির প্রস্তুতির ট্রেনিং দেওয়া হবে এই কলেজে! এখনই দেখুন
Next Article
advertisement
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
  • রাজ্যের নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকে তুমুল বাকবিতণ্ডা ও সংঘাত.

  • তৃণমূল, সিপিআই(এম), কংগ্রেসের প্রতিনিধিরা কমিশনের সিদ্ধান্তে আপত্তি তোলেন.

  • নাগরিকত্ব, ভোটার তালিকা ও পরিচয়পত্র নিয়ে উত্তপ্ত বিতর্কে বৈঠক বারবার থামাতে হয়.

VIEW MORE
advertisement
advertisement