কর্ণাটক স্টেট পুলিশ (KSP) সিভিল পুলিশ কনস্টেবল পদে (CPC) নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। আগ্রহী প্রার্থীরা ২০২১-এর ২৫ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এর জন্য recruitment.ksp.gov.in অথবা cpc21.ksp-online-এ গিয়ে আবেদন করতে হবে। ২০২১-এর ২৮ জুন আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ করা হয়েছে। পুরুষ এবং মহিলা মিলিয়ে মোট শূন্যপদ ৪,০০০। নির্বাচিত প্রার্থীদের কাজে যোগ দেওয়ার সময় বেতন হতে পারে ২৩.৫০০ থেকে ৪৭,৬৫০ টাকা।
এই চাকরিতে আবেদনের জন্য প্রার্থীকে PUC, CBSE, ICSE বোর্ড বা এর সমতুল্য কোনও বোর্ড থেকে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে। জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের বয়সসীমা ধার্য করা হয়েছে ১৯ থেকে ২৫ বছর। SC,ST,CAT ক্যাটাগরির প্রার্থীদের বয়সসীমা ধার্য করা হয়েছে ১৯ থেকে ২৭ বছর। ট্রাইবেল ক্যাটাগরির প্রার্থীদের বয়সসীমা ধার্য করা হয়েছে ১৯ থেকে ৩০ বছর।
চাকরি প্রার্থীদের নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এন্ডোরেন্স টেস্ট আর মেডিকেল টেস্টের মাধ্যমে। পুরুষ কনস্টেবল পদের জন্য প্রার্থীদের ৬ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে ১৬০০ মিটার দৌড়াতে হবে। এছাড়া, ৩.৮০ মিটার এবং ১.২০ মিটার হাই জাম্প/লং জাম্প (৩ টি চান্স থাকবে), ৫.৬০ মিটার শটপাট (৭.২৬ কিলোগ্রাম) (এক্ষেত্রেও ৩টি চান্স থাকবে) এই পরীক্ষাগুলিতেও পাশ করতে হবে। অন্যদিকে, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ২ মিনিটে ৪০০ মিটার দৌড়াতে হবে। এছাড়া, ২.৫০ মিটার এবং ০.৯০ মিটার হাই জাম্প/লং জাম্প (৩টি চান্স থাকবে), ৩.৭৫ মিটার শটপাট (৪ কিলোগ্রাম) এই পরীক্ষাগুলিতে পাশ করতে হবে।
কর্ণাটক পুলিশ কনস্টেবল পদের জন্য প্রার্থীকে ২৫ মে থেকে ২৫ জুন ২০২১ পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইট rec21.ksp-online.in -এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। এরসঙ্গে, জেনারেল/ওবিসি ক্যাটেগরির প্রার্থীদের লাগবে ৪০০ টাকা আবেদন ফি। SC/ST ক্যাটেগরি প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ২০০ টাকা জমা করতে হবে। আরও তথ্যের জন্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।