Job Alert: মোটা অঙ্কের বেতন, উচ্চ মাধ্যমিক ও স্নাতক হলেই মিলবে কাজের সুযোগ! আজই আবেদন করুন

Last Updated:

Job Alert: অফিস স্টাফ এবং ম্যানেজার পদে কর্মপ্রার্থী চাই একটি বেসরকারি সংস্থাতে। তাই আজই আবেদন করুন।

বেসরকারি সংস্থাতে চাকরির সুযোগ 
বেসরকারি সংস্থাতে চাকরির সুযোগ 
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ, নদিয়া, মালদহ ও বীরভূম জেলার জন্য। অফিস স্টাফ এবং ম্যানেজার পদে কর্মপ্রার্থী চাই একটি বেসরকারি সংস্থাতে। তাই আজই আবেদন করুন। “অন্নপূর্ণা ক্রেডিট এন্ড কঞ্জুমার মাল্টিস্টেট কো-অপারেটিভ সোসাইটির” পক্ষ থেকে এক বিশেষ নিয়োগের ঘোষণা করেছে। কেন্দ্রীয় সরকারের কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ এই সংস্থাটি জেলা ভিত্তিক অফিস স্টাফ, ম্যানেজার ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য আবেদন নেওয়া হচ্ছে। মুর্শিদাবাদ, নদীয়া, মালদা ও বীরভূম জেলার জন্য।
পদের বিবরণ ও প্রয়োজনীয় যোগ্যতা: উচ্চ মাধ্যমিক/গ্রাজুয়েশন (স্নাতক) আবশ্যিক। (কলা বিভাগ, কমার্স, বিজ্ঞান বিভাগ)।
advertisement
General: সর্বোচ্চ ৩০ বছর। SC/ST/OBC: সর্বোচ্চ ৩৫ বছর। সায়েন্স, কেমিস্ট্রি এবং কমার্স গ্রাজুয়েটরা বিশেষ অগ্রাধিকার পাবেন। ম্যানেজার ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার MBA ডিগ্রি আবশ্যিক।ব্যাংক কর্মচারীরা অগ্রাধিকার পাবেন। মাসিক বেতন ১০,০০০ থেকে ৩৫,০০০। সংস্থার তরফে জানানো হয়েছে মোট শূন্যপদ (অফিস স্টাফ):- ১৫০ জন প্রার্থীর আবেদন জমা নেওয়া হবে।
advertisement
আবেদনের মাধ্যম:  ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা তাদের CV (বায়োডাটা) সহ আবেদন করতে পারবেন।
আবেদন পাঠানোর প্রক্রিয়া: CV-এর PDF ফাইলটি 9932007138 / 9800911629 এই দুটি  WhatsApp নম্বরে পাঠাবেন জেলার নাম ও ব্লকের নাম অবশ্যই লিখে দেবেন। সংস্থার তরফে এও জানানো হয়েছে, এই ই কাজের জন্য কোনো প্রকার টাকা/পয়সা লাগবে না। কর্মসংস্থানের সুযোগে আগ্রহী প্রার্থীরা দ্রুত আবেদন করতে পারেন।
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Job Alert: মোটা অঙ্কের বেতন, উচ্চ মাধ্যমিক ও স্নাতক হলেই মিলবে কাজের সুযোগ! আজই আবেদন করুন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
  • উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement