ONGC OPAL Recruitment 2021: এক্সিকিউটিভ ও নন-এক্সিকিউটিভ পদে প্রচুর নিয়োগ, বিশদে জানুন

Last Updated:

এক্সিকিউটিভ ও নন-এক্সিকিউটিভ পদে অনলাইন আবেদনের শুরু হয়েছে ১৭ জুন, ২০২১ থেকে।

দিল্লি:  ওএনজিসি (ONGC) পেট্রোল অ্যাডিশনাল লিমিটেড (OPAL) এক্সিকিউটিভ ও নন-এক্সিকিউটিভ পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। শুক্রবার এই পদগুলিতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই পদের জন্য যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের ওএনজিসি পেট্রোল অ্যাডিশনাল লিমিটেড-এর অফিসিয়াল ওয়েবসাইট opalindia.in-এ গিয়ে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন জমা করার শেষ তারিখ জুলাই মাসে করা হয়েছে। এই পদের মোট শূন্যপদ, যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, বেতন কাঠামো ও অন্যান্য কিছু তথ্য নিচে দেওয়া হল। এছাড়া বিশদে জানতে সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
ওএনজিসি ওপিএএল রিক্রুটমেন্ট ২০২১: গুরুত্বপূর্ণ তারিখ
এক্সিকিউটিভ ও নন-এক্সিকিউটিভ পদে অনলাইন আবেদনের শুরু হয়েছে ১৭ জুন, ২০২১ থেকে। অনলাইনে আবেদন করার শেষ তারিখ জুলাই ৭, ২০২১ করা হয়েছে। সময় বাড়ানো হলে জানিয়ে দেওয়া হবে।
advertisement
ওএনজিসি ওপিএএল রিক্রুটমেন্ট ২০২১: শূন্যপদ
এক্সিকিউটিভ পদের জন্য মোট শূন্যপদ হল ২৫টি, নন-এক্সিকিউটিভ পদের জন্য শূন্যপদ রয়েছে ৬টি।
advertisement
ওএনজিসি ওপিএএল রিক্রুটমেন্ট ২০২১: যোগ্যতা
এক্সিকিউটিভ পদের জন্য কেমিক্যালস অথবা পেট্রোকেমিক্যালস ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক এবং হাইড্রোকার্বন ইন্ডাস্ট্রিতে কাজের অভিজ্ঞতা রয়েছে এমন প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রত্যেকের যোগ্যতার ক্ষেত্রে প্রথম শ্রেণির ডিগ্রিধারী প্রার্থীকে যোগ্য বলে বিচার করা হবে। এই সব পদে ক্র্যাকার অপারেশন ( Cracker Operations), পলিমার অপারেশনস (Polymer Operations), ইউ অ্যান্ড ও অপারেশনস (U & O Operations), মেকানিক্যাল মেইনট (Mechanical Maint), ইনস্ট্রুমেন্টেশন মেইনট (Instrumentation Maint ), ইলেক্ট্রিক্যাল মেইনট (Electrical Maint ), ফায়ার (Fire), সিটিএস (CTS), ফিনান্স (Finance), ইনফর্মেশন টেকনোলজি (Information Technology) ও এসএপি (SAP) বিভাগে নিয়োগ করা হবে। এই পদে নিয়োগ সংক্রান্ত বিশদ তথ্যের জন্য সংস্থার অফিসিয়াল সাইটে যেতে হবে। এছাড়া নন-এক্সিকিউটিভ পদের জন্য ক্র্যাকার অপারেশনস (Cracker Operations) ও পলিমার অপারেশনস (Polymer Operations)-এর পদ রয়েছে।
advertisement
উপরে উল্লেখিত প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা, বয়সসীমা ও আকর্ষণীয় বেতনসীমা রাখা হয়েছে। বার্ষিক বেতন কাঠামো রাখা হয়েছে যা সকলে বুঝতে পারবে। বিস্তারিত তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট ভিজিট করে নেওয়া বাঞ্ছনীয়।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
ONGC OPAL Recruitment 2021: এক্সিকিউটিভ ও নন-এক্সিকিউটিভ পদে প্রচুর নিয়োগ, বিশদে জানুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement