#নয়াদিল্লি: ডিরেক্টর, জয়েন্ট ডিরেক্টর, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার-সহ একাধিক পদে নিয়োগ করবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং (NIOS)। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গিয়েছে। আবেদন করা যাচ্ছে NIOS-এক অফিসিয়াল ওয়েবসাইট https://recruitment.nios.ac.in/ থেকে।
NIOS-এ নিয়োগে শূন্যপদের বিবরণ -
মোট ১১৫টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কর্তৃপক্ষের তরফে। যার মধ্যে -
১. ডিরেক্টর পদে রয়েছে ১টি শূন্যপদ
২. জয়েন্ট ডিরেক্টর পদে রয়েছে ১টি শূন্যপদ
৩. ডেপুটি ডিরেক্টর পদে রয়েছে ১টি শূন্যপদ
৪. অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে রয়েছে ২টি শূন্যপদ
৫. অ্যাকাউন্টস অফিসার পদে রয়েছে ১টি শূন্যপদ
৬. অ্যাকাডেমিক অফিসার পদে রয়েছে ১৭টি শূন্যপদ
৭. রিসার্চ এবং এভ্যালুয়েশন পদে রয়েছে ১টি শূন্যপদ
৮. সেকশন অফিসার পদে রয়েছে ৭টি শূন্যপদ
৯. অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র পদে রয়েছে ১টি শূন্যপদ
১০. হিন্দি অফিসার পদে রয়েছে ১টি শূন্যপদ
১১. অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার পদে রয়েছে ১টি শূন্যপদ
১২. EDP সুপারভাইজার পদে রয়েছে ৩৭টি শূন্যপদ
১৩. জুনিয়র ইঞ্জিনিয়ার পদে রয়েছে ১টি শূন্যপদ
১৪. অ্যাসিস্ট্যান্ট পদে রয়েছে ৪টি শূন্যপদ
১৫. স্টেনোগ্রাফার পদে রয়েছে ৩টি শূন্যপদ
১৬. জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে রয়েছে ৩৬টি শূন্যপদ
NIOS-এ নিয়োগে শূন্যপদে আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আবেদনের শেষ তারিখ ১০ অক্টোবর, ২০২১। ওই দিন রাত ১১.৫৯ পর্যন্ত আবেদন করতে পারবে ইচ্ছুক প্রার্থীরা। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আবেদনের পর আবেদন পত্রের হার্ড কপি কাউকে জমা দিতে হবে না।
কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছে, শুধুমাত্র অনলাইনেই আবেদন করা যাবে। আর কোনও ভাবে আবেদন করলে তা গ্রাহ্য হবে না।
NIOS-এ নিয়োগে শূন্যপদে আবেদনের ফি
গ্রুপ A, আনরিজার্ভড ও OBC ক্যাটাগরির প্রার্থীদের ফি বাবদ ৭৫০ টাকা করে দিতে হবে।
গ্রুপ B, C আনরিজার্ভড, OBC ক্যাটাগরির প্রার্থীদের ৫০০ টাকা করে দিতে হবে।
গ্রুপ A, B- ST, SC, EWS ক্যাটাগরির প্রার্থীদের আবেদনের জন্য ফি বাবদ ২৫০ টাকা করে দিতে হবে।
গ্রুপ C, ST, SC, EWS প্রার্থীদের আবেদনের জন্য ফি বাবদ ১৫০ টাকা করে দিতে হবে।
ফি-ও অনলাইনেই দিতে হবে। অনলাইনে ফি দেওয়ার জন্য প্রত্যেককে প্রসেসিং ফি বাবদ অতিরিক্ত ৫০ টাকা করে দিতে হবে। প্রসেসিং ফি ছাড়া আবেদন গ্রাহ্য করা হবে না।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য
নিয়োগ করবে- ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং বা NIOS
পদ- ১৬ টি বিভিন্ন পদে নিয়োগ হবে
শূন্যপদ- ১১৫ টি
আবেদনের শেষ তারিখ- ১০ অক্টোবর, ২০২১
আবেদন পদ্ধতি- অনলাইন
আবেদনের ওয়েবসাইট- https://recruitment.nios.ac.in/
বেতনক্রম- CPC-র বিভিন্ন স্কেল অনুযায়ী বেতন দেওয়া হবে
NIOS-এ নিয়োগে শূন্যপদে আবেদনের বয়সসীমা
১. ডিরেক্টর পদে বয়সসীমা সর্বোচ্চ ৫২ বছর।
২. জয়েন্ট ডিরেক্টর পদে বয়সসীমা সর্বোচ্চ ৪৭ বছর।
৩. ডেপুটি ডিরেক্টর পদে বয়সসীমা সর্বোচ্চ ৫৬ বছর।
৪. অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে বয়সসীমা সর্বোচ্চ ৩৭ বছর।
৫. অ্যাকাউন্টস অফিসার পদে বয়সসীমা সর্বোচ্চ ৫৬ বছর।
৬. অ্যাকাডেমিক অফিসার পদে বয়সসীমা ৩৭ বছর।
৭. রিসার্চ এবং এভ্যালুয়েশন পদে বয়সসীমা সর্বোচ্চ ৩৭ বছর।
৮. সেকশন অফিসার পদে বয়সসীমা সর্বোচ্চ ৩৭ বছর।
৯. অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে বয়সসীমা সর্বোচ্চ ৩৭ বছর।
১০. হিন্দি অফিসার পদে বয়সসীমা সর্বোচ্চ ৩৭ বছর।
১১. অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার পদে বয়সসীমা সর্বোচ্চ ৫৬ বছর।
১২. EDP সুপারভাইজার পদে বয়সসীমা সর্বোচ্চ ৩৭ বছর।
১৩. জুনিয়র ইঞ্জিনিয়ার পদে বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর।
১৪. অ্যাসিস্ট্যান্ট পদে বয়সসীমা সর্বোচ্চ ২৭ বছর।
১৫. স্টেনোগ্রাফার পদে বয়সসীমা সর্বোচ্চ ২৭ বছর।
১৬. জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে বয়সসীমা সর্বোচ্চ ২৭ বছর।
NIOS-এ নিয়োগে শূন্যপদের বেতন কাঠামো
প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা বেতন কাঠামো রয়েছে। CPC লেভেল অনুযায়ী এক্ষেত্রে বেতন দেওয়া হবে। বাকি তথ্য মিলবে কর্তৃপক্ষ প্রকাশিত বিজ্ঞপ্তিতে।
NIOS-এ নিয়োগে গুরুত্বপূর্ণ তথ্য -
প্রার্থীরা একটি পদে আবেদনের জন্য একটি আবেদনপত্র পূরণ করবে। যদি একটি পদের জন্য কেউ অনেকবার রেজিস্ট্রেশন বা আবেদন করে থাকে, তা হলে শেষে করা আবেদনটি গ্রহণযোগ্য হিসেবে ধরা হবে।
এছাড়াও NIOS জানিয়েছে, যে কেউ একের অধিক পোস্টের জন্য আবেদন করতে পারবে কিন্তু তাকে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা পরীক্ষা দিতে হবে। যদি একই দিনে তার পরীক্ষা হয় তা হলে যে কোনও একটিকে বেছে নিতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।