ASC Centre Defence Ministry Recruitment 2021: ডিফেন্স মিনিস্ট্রির ১০০ শূন্যপদে নিয়োগ, জানুন বিস্তারিত

Last Updated:

এএসসি সেন্টার প্রতিরক্ষা মন্ত্রক গ্রুপ সি পদগুলির বিজ্ঞাপন ১২ জুন কর্মসংস্থানের খবরে প্রকাশিত হয়েছিল।

ASC Centre Defence Ministry Recruitment 2021: ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের (Defence Ministry) অধীনে ইতিমধ্যেই দেশের সুরক্ষা ব্যবস্থায় নিয়োজিত অসংখ্য মানুষ। এই প্রতিরক্ষা মন্ত্রকে এবার চাকরি পেতে পারেন আপনিও। চলতি বছরে শুরু হয়েছে শূন্যপদগুলির জন্য নিয়োগ প্রক্রিয়া। শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই শূন্যপদগুলিতে আবেদন করতে পারেন। আপনি যদি যোগ্য হন, তাহলে অবশ্যই আবেদন জানাতে পারেন। এএসসি সেন্টার প্রতিরক্ষা মন্ত্রক গ্রুপ সি পদগুলির বিজ্ঞাপন ১২ জুন কর্মসংস্থানের খবরে প্রকাশিত হয়েছিল। সেই অনুযায়ী আবেদন জানানোর শেষ সময় ওই দিন থেকে আগামী ৩০ দিন পর্যন্ত।
এএসসি সেন্টার দক্ষিণ-২ (ASC Centre South-2) এটিসি (ATC), প্রতিরক্ষা মন্ত্রনালয়ের অধীনে সিভিল মোটর ড্রাইভার (Civil Motor Driver), ক্লিনার (Cleaner), কুক (Cook) এবং সিভিলিয়ন ক্যাটারিং ইন্সট্রাক্টর (Civilian Catering Instructor) পদে নিয়োদ হবে। ইচ্ছুক প্রার্থীরা প্রয়োজনীয় ডকুমেন্টগুলি স্ব-স্বাক্ষরিত করে The Presiding Officer, Civilian Direct Recruitment board, CHQ, ASC Center (South)-2 ATC, Agram Post, Bangalore-07 এই ঠিকানায় পাঠাবেন।
advertisement
শূন্যপদের বিবরণ:
১০০টি শূন্যপদের মধ্যে সিভিল মোটর চালকের জন্য ৪২টি পদ, ক্লিনারের ৪০টি, রাঁধুনি পদে ১৫টি এবং সিভিলিয়ান ক্যাটারিং প্রশিক্ষকে ৩টি পদ রয়েছে।
advertisement
বয়স সীমা:
প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা:
প্রার্থীদের স্বীকৃত বোর্ড থেকে দশম/ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
সিভিল মোটর চালক: প্রার্থীদের অবশ্যই ভারী এবং হালকা সব ধরণের গাড়ি চালানোয় পারদর্শী হতে হবে। থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ি চালানোর ক্ষেত্রে দু'টি বছরের অভিজ্ঞতা। এছাড়া মোটর মেকানিজম (Motor Mechanism) জানতে হবে, যানবাহনের ছোট-বড় ত্রুটি হলে সেগুলি ঠিক করার ক্ষমতা থাকা দরকার বলে জানিয়েছে মন্ত্রক।
advertisement
ক্লিনার: প্রার্থীদের বাণিজ্যে দক্ষ হতে হবে।
কুক: প্রার্থীদের অবশ্যই ভারতীয় রান্না এবং ক্রয়বিক্রয়ে দক্ষ হতে হবে।
সিভিলিয়ান ক্যাটারিং প্রশিক্ষক: প্রার্থীকে অবশ্যই কোনও স্বীকৃত বোর্ডের ক্যাটারিংয়ে ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে।
গুরুত্বপূর্ণ বিষয়: প্রার্থীদের বাছাইয়ের প্রক্রিয়া এবং আবেদন সংক্রান্ত সমস্ত ধরণে বিষয় জানতে কর্মসংস্থানের সংবাদটি ভালো করে যাচাই করার পরামর্শ দিচ্ছে মন্ত্রক।
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
ASC Centre Defence Ministry Recruitment 2021: ডিফেন্স মিনিস্ট্রির ১০০ শূন্যপদে নিয়োগ, জানুন বিস্তারিত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement