Job Vacancy: ১৫০ পদে টাইপিস্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল হাই কোর্ট

Last Updated:

Job Vacancy: Karnataka High Court Recruitment 2021: প্রার্থীরা আগামী ২৭ নভেম্বর, ২০২১ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা করতে পারবেন। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে।

Job Vacancy: Karnataka High Court Recruitment 150 vacancies- Photo- Representative
Job Vacancy: Karnataka High Court Recruitment 150 vacancies- Photo- Representative
#বেঙ্গালুরু: সম্প্রতি কর্নাটক হাই কোর্টের (Karnataka High Court) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে টাইপিস্ট (Typist) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন।
এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা কর্নাটক হাই কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে karnatakajudiciary.kar.nic.in গিয়ে খোঁজ নিতে পারেন।
Karnataka High Court Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীরা আগামী ২৭ নভেম্বর, ২০২১ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা করতে পারবেন। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পাওয়া যাবে। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
Karnataka High Court Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ১৫০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: কর্নাটক হাই কোর্ট (Karnataka High Court)
advertisement
পদের নাম: টাইপিস্ট
শূন্যপদের সংখ্যা: ১৫০
কাজের স্থান: কর্নাটক
কাজের ধরন: সরকারি
নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ২৭.১১.২০২১
advertisement
Karnataka High Court Recruitment 2021: বয়সসীমা
আবেদনকারী প্রার্থীদের বয়সসীমা সর্বনিম্ন ১৮ বছর হতে হবে। অন্য দিকে, তফসিলি জাতি ও উপজাতি, ওবিসি ক্যাটাগরি-I বর্গের প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর। ওবিসি ক্যাটাগরি II-এ এবং II-বি বর্গের প্রার্থী অথবা III-এ ও III-বি এবং অন্যান্য পিছিয়ে পড়া বর্গের প্রার্থীদের জন্য ৩৮ বছরের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। তবে জেনারেল ক্যাটাগরির প্রার্থীরা সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।
advertisement
Karnataka High Court Recruitment 2021: আবেদন ফি
জেনারেল ক্যাটাগরি এবং অন্যান্য পিছিয়ে পড়া বর্গের প্রার্থীদের জন্য ৩৫০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। তফসিলি জাতি ও উপজাতি এবং শারীরিক প্রতিবন্ধীদের আবেদন ফি বাবদ ২০০ টাকা দিতে হবে। প্রার্থীরা চালানের মাধযমে অথবা অনলাইনে আবেদন ফি জমা দিতে পারবেন।
Karnataka High Court Recruitment 2021: আবেদন পদ্ধতি
প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পদ অনুসারে নির্দিষ্ট লিঙ্কটিতে ক্লিক করে আবেদন করতে হবে। আবেদন পরবর্তীতে ফি সহ আবেদনপত্রটি অনলাইনে জমা করতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Job Vacancy: ১৫০ পদে টাইপিস্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল হাই কোর্ট
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement