JKPSC recruitment 2021: পাবলিক সার্ভিস কমিশনের ১৭৩ শূন্যপদে নিয়োগ! অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য করুন দ্রুত আবেদন...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
JKPSC recruitment 2021: বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী জেনারেল ক্যাটেগরির প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর ধার্য করা হয়েছে।
#নয়াদিল্লি: জম্মু এবং কাশ্মীর পাবলিক সার্ভিস কমিশনের (Jammu and Kashmir Public Service Commission) অধীনে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করে, কমিশন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণ করা শুরু করেছে।
যে সব প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তাঁরা এই বিষয়ে আরও বিশদে জানতে JKPSC-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
JKPSC recruitment 2021: আবেদনের তারিখ
কমিশনের তরফে জানানও হয়েছে যে, আবেদন প্রক্রিয়া শুরু হবে ৮ সেপ্টেম্বর থেকে, প্রার্থীরা আগামী ৭ অক্টোবর, ২০২১ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন।
advertisement
advertisement
JKPSC recruitment 2021:শূন্যপদের সংখ্যা
কমিশনের তরফে মোট ১৭৩ জন প্রার্থীকে নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানও হয়েছে।
JKPSC recruitment 2021:শূন্যপদের বিস্তারিত বিবরণ
ম্যাথম্যাটিকস: ৫টি পদ
বায়ো-কেমেস্ট্রি: ২টি পদ
এনভায়রমেন্টাল সায়েন্স: ১৫টি পদ
ইলেকট্রনিক্স: ৩টি পদ
কম্পিউটার অ্যাপ্লিকেশন/ BCA/ MCA: ১টি পদ
জিওগ্রাফি: ৮টি পদ
এডুকেশন: ৬টি পদ
হিন্দি: ১২টি পদ
পলিটিক্যাল সায়েন্স: ২৩টি পদ
advertisement
উর্দু/ লিটারেচার: ১৫টি পদ
ইকোনমিক্স: ১৪টি পদ
হিস্ট্রি: ১০টি পদ
ফিলসফি: ৫টি পদ
স্যোসিওলজি: ২৬টি পদ
স্যাটিস্টিক্স: ১টি পদ
ইসলামিক স্টাডিজ: ৫টি পদ
কমার্স: ৩টি পদ
সেরিকালচার: ১টি পদ
ট্যুর এবং ট্র্যাভেল: ২টি পদ
ইনফরমেশন এবং টেকনোলজি: ৭টি পদ
ইন্ডাস্ট্রিয়াল কেমেস্ট্রি: ১টি পদ
বায়ো-ইনফরম্যাটিক্স: ৩টি পদ
BBA/MBA এবং ম্যানেজমেন্ট: ৫টি পদ
advertisement
JKPSC recruitment 2021: আবেদনের বয়সসীমা
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী জেনারেল ক্যাটেগরির প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর ধার্য করা হয়েছে। অর্থাৎ, প্রার্থীদের জন্ম তারিখ ১ জানুযারি, ২০০৩ এর পরে এবং ১ জানুযারি ১৯৮১ এর আগে হলে হবে না।
RBA, SC, ST, EWS, ALC/IB, PSP এবং OSC ক্যাটেগরির প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৪৩ বছর ধার্য করা হয়েছে। অর্থাৎ প্রার্থীদের জন্ম তারিখ ১ জানুযারি, ২০০৩ এর পরে এবং ১ জানুযারি ১৯৭৮ এর আগে হলে হবে না। এছাড়া PHC ক্যাটেগরির প্রার্থীরা সর্বোচ্চ ৪২ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।
advertisement
JKPSC recruitment 2021: আবেদন ফি
view commentsজেনারেল ক্যাটেগরির প্রার্থীদের আবেদন ফি বাবদ ১০০০টাকা এবং সংরক্ষিত ক্যাটেগরির প্রার্থীদের ৫০০ টাকা দিতে হবে।
Location :
First Published :
September 04, 2021 11:30 AM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
JKPSC recruitment 2021: পাবলিক সার্ভিস কমিশনের ১৭৩ শূন্যপদে নিয়োগ! অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য করুন দ্রুত আবেদন...