Indian Oil Recruitment 2021:ইন্ডিয়াল অয়েলে বিপুল পদে চাকরির সুযোগ! আবেদনের শেষ তারিখ জেনে নিন
- Published by:Piya Banerjee
Last Updated:
প্রার্থীরা ইঞ্জিনিয়ার এবং অফিসার পদের জন্য আবেদন করতে পারেন।
#নয়াদিল্লিঃ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে (Indian Oil Corporation) নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। ইতিমধ্যে বিভিন্ন পদের জন্য আবেদন পত্র নেওয়াও শুরু হয়েছে। প্রার্থীরা ইঞ্জিনিয়ার এবং অফিসার পদের জন্য আবেদন করতে পারেন। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের অফিসিয়াল সাইট iocl.com-তে প্রার্থীরা সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদন জানাতে পারেন।
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (Chemical Engineering), সিভিল ইঞ্জিনিয়ারিং (Civil Engineering), ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (Electrical Engineering), ইনস্ট্রুমেনটেশন ইঞ্জিনিয়ারিং ( Instrumentation Engineering) এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (Mechanical Engineering)-এই বিভাগগুলি থেকে ইঞ্জিনিয়ার এবং অফিসার পদে নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রার্থীরা সোমবার, ২৬ জুলাই পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন।
কিভাবে আবেদন করবেন
advertisement
প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ায় আবেদনের জন্য প্রথমে সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল সাইট iocl.com-এর হোম পেজে 'ওয়্যাটস নিউ' (What's New) লেখা অংশের লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর 'রিক্রুটমেন্ট অফ ইঞ্জিনিয়ারস/অফিসারস অ্যান্ড ইনগেজমেন্ট অ্যাস গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস ইঞ্জিনিয়ার ইন আইওসিএল থ্রু গেট-২০২১'-তে ক্লিক করতে হবে। এবার নির্দিষ্ট পোস্টগুলিতে আবেদন করার জন্য 'এখানে আবেদনের জন্য ক্লিক করুন' লেখা জায়গায় যেতে হবে। অবশেষে প্রার্থীরা 'নিউ রেজিষ্ট্রেশনে' গিয়ে আবেদন করতে পারবেন। প্রার্থীরা ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন ২০২১ অ্যাপ্লিকেশনের জন্য সরাসরি লিঙ্কেও ক্লিক করতে পারেন।
advertisement
যোগ্যতা কি লাগবে
প্রার্থীদের এআইসিটিই/ইউজিসি-র স্বীকৃত কলেজ অথবা বিশ্ববিদ্যালয় থেকে বি.টেক/বিই কিংবা এই ধরনের রেগুলার কোর্স নিয়ে পাশ করতে হবে।একইসঙ্গে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (Chemical Engineering), সিভিল ইঞ্জিনিয়ারিং (Civil Engineering), ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (Electrical Engineering), ইনস্ট্রুমেনটেশন ইঞ্জিনিয়ারিং ( Instrumentation Engineering) এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (Mechanical Engineering)-এই বিষয়গুলির যে কোনো একটি বিষয় নিয়ে কলেজ পাশ করতে হবে। এছাড়াও, আবেদনকারীদের এই বিভাগগুলি থেকে ২০২১ সালের গেট পরীক্ষাতেও উত্তীর্ণ হতে হবে। তবে মনে রাখবেন যে নিয়োগের জন্য গত বছরের গেট পরীক্ষার নম্বর ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের তরফে গণ্য করা হবে না।
advertisement
Location :
First Published :
July 24, 2021 3:06 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Indian Oil Recruitment 2021:ইন্ডিয়াল অয়েলে বিপুল পদে চাকরির সুযোগ! আবেদনের শেষ তারিখ জেনে নিন