GMRC Recruitment 2021: মেট্রো রেলে ইঞ্জিনিয়ার, ম্যানেজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ! কারা আবেদন করতে পারবেন

Last Updated:

GMRC Recruitment 2021: প্রার্থীদের আগামী ১২ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

ফাইল ছবি
ফাইল ছবি
#আহমেদাবাদ: সম্প্রতি গুজরাত মেট্রো রেল কর্পোরেশনের (Gujarat Metro Rail Corporation) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এই বিষয়ে বিশদে জানতে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে www.gujaratmetrorail.com গিয়ে খোঁজ নিতে পারেন।
GMRC Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৩ অক্টোবর থেকে। প্রার্থীদের আগামী ১২ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন।
advertisement
GMRC Recruitment 2021: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৩১টি শূন্যপদ পদ রয়েছে বলে জানানো হয়েছে।
advertisement
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (রোলিং স্টক): ১টি পদ
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিগন্যালিং): ২টি পদ
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (L&E): ৩টি পদ
জয়েন্ট জেনারেল ম্যানেজার (Civil/Track (O&M)): ১টি পদ
ডেপুটি জেনারেল ম্যানেজার( Civil/Track (O&M)): ১টি পদ
ম্যানেজার (Civil/Track (O&M)): ২টি পদ
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (Civil/Track (O&M)): ৪টি পদ
সিনিয়ার সেকশন ইঞ্জিনিয়ার (Civil/Track (O&M)): ৩টি পদ
সেকশন ইঞ্জিনিয়ার(Civil/Track (O&M): ২টি পদ
advertisement
অ্যাসিস্ট্যান্ট সেকশন ইঞ্জিনিয়ার (Civil/Track (O&M): ৪টি পদ
জুনিয়ার ইঞ্জিনিয়ার (Civil/Track (O&M): ৪টি পদ
মেইনটেইনার (Civil/Track (O&M): ৪টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: গুজরাট মেট্রো রেল কর্পোরেশন (GMRC)
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার, জুনিয়ার ইঞ্জিনিয়ার, মেইনটেইনার ইত্যাদি
শূন্যপদের সংখ্যা: ৩১
কাজের স্থান: গুজরাত
কাজের ধরন: চুক্তি ভিত্তিক
advertisement
নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু: ১৩.১০.২০২১
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ১২.১১.২০২১
GMRC Recruitment 2021: বিশেষ ঘোষণা
নির্বাচিত প্রার্থীদের মূলত চুক্তির ভিত্তিতে প্রাথমিক ভাবে ৩ থেকে বছরের জন্য নিয়োগ করা হবে।
advertisement
GMRC Recruitment 2021: কীভাবে আবেদন করতে হবে?
স্টেপ-১ GMRC-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে হোমপেজের কেরিয়ার ট্যাব অপশনে ক্লিক করতে হবে।
স্টেপ-২ এর পর আবেদনপত্রটি সম্পূর্ণ পূরণ করতে হবে।
স্টেপ-৩ প্রার্থীদের সিভি ও অন্যান্য ডকুমেন্ট সহ আবেনপত্রটি জমা করাতে হবে।
স্টেপ-৪ জমা করানোর পর প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারেন।
advertisement
উল্লিখিত পদে আবেদনে আগ্রহী প্রার্থীরা সরাসরি এই লিঙ্কটিতে গিয়ে আবেদন করতে পারবেন- http://www.gujaratmetrorail.com/careers/
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
GMRC Recruitment 2021: মেট্রো রেলে ইঞ্জিনিয়ার, ম্যানেজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ! কারা আবেদন করতে পারবেন
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement