#পটনা: স্বাস্থ্য বিভাগে বিপুল পরিমাণ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল বিহার সম্মিলিত প্রবেশ প্রতিযোগিতামূলক পরীক্ষা বোর্ড (BCECEB)। সম্প্রতি BCECEB-র তরফে সিনিয়র রেসিডেন্ট/টিউটর পদে আবেদন করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুসারে মোট ১৭৯৭টি পদে নিয়োগ হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা BCECEB-র অফিসিয়াল ওয়েবসাইট bceceboard.bihar.gov.in-এ গিয়ে উল্লিখিত পদের জন্য আবেদন করতে পারবেন।
গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদনের তারিখটি শুরু হয়েছে- ৭ই জুন ২০২১আবেদনের শেষ তারিখ- ২০ জুন ২০২১আবেদনের ফি জমা দেওয়ার শেষ তারিখ- ২১ জুন ২০২১
আবেদনে সংশোধন করার জন্য তারিখ- ২২ জুন থেকে ২৩ শে জুন।যোগ্যতার মানদণ্ড:
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের অবশ্যই ভারতের যে কোনও মেডিকেল কাউন্সিল স্বীকৃত ইনস্টিটিউট থেকে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে।
বয়সসীমা: অ-সংরক্ষিত বিভাগের পুরুষ প্রার্থীদের সর্বাধিক বয়স ৩৭ বছর, সাধারণ বিভাগের মহিলা, ওবিসি মহিলা ও পুরুষ প্রার্থীদের বয়স ৪০ বছরের বেশি হওয়া উচিত নয়। এছাড়া SC ও ST বিভাগের জন্য সর্বাধিক বয়সসীমা থাকছে ৪২ বছর।
কী ভাবে আবেদন করবেন:
স্টেপ ১: BCECEB অফিসিয়াল পোর্টালটি দেখুন।
স্টেপ ২: হোমপেজে, স্বাস্থ্য বিভাগের অধীনে “Online portal for senior resident/tutor" লিঙ্কটিতে ক্লিক করুন।
স্টেপ ৩: এবার অনলাইনে আবেদনের জন্য অ্যাপ্লিকেশন লিঙ্কটি সক্রিয় হয়ে গেলে, সেটিতে ক্লিক করুন।
স্টেপ ৪: নির্দেশাবলীটি পড়ে সমস্ত প্রয়োজনীয় বিবরণ পূরণ করুন এবং জমা দিন।
স্টেপ ৫: নিবন্ধিত লগ ইন শংসাপত্রগুলি সংরক্ষণ করুন এবং আবেদন ফর্মটি পূরণ করতে পুনরায় লগ ইন করুন।
স্টেপ ৬: সমস্ত বাধ্যতামূলক তথ্য বিশদে লিখুন এবং আবেদনের জন্য ২২৫০ টাকা ফি দিন।
স্টেপ ৭: ভবিষ্যতে রেফারেন্সের জন্য BCECEB সিনিয়র রেসিডেন্ট/টিউটর আবেদন ফর্মের একটি অনুলিপি ডাউনলোড করে নিন।
নির্বাচন প্রক্রিয়া:-
অন্য যোগ্যতা এবং পরীক্ষায় প্রাপ্ত নম্বরগুলির ভিত্তিতে প্রার্থীদের শর্টলিস্ট করা হবে। নির্বাচিত প্রার্থীদের ডকুমেন্ট যাচাইয়ের জন্য আরও একবার ডাকা হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BCECEB, BCECEB Recruitment 2021