ফ্রেশারদের জন্য দারুণ সুখবর! প্রচুর পদে নিয়োগ! জেনে নিন বিস্তারিত
- Published by:Pooja Basu
Last Updated:
বিশদে খোঁজ নিতে প্রার্থীরা নেভেলি লিগনাইট কর্পোরেশন লেমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট https://www.nlcindia.in দেখতে পারেন।
#নয়াদিল্লি: নেভেলি লিগনাইট কর্পোরেশন লিমিটেড (Neyveli Lignite Corporation) ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য নিয়ে এসেছে সুবর্ণ সুযোগ। সম্প্রতি নেভেলি লিগনাইট কর্পোরেশন লিমিটেডের বিভিন্ন পদে অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। যোগ্য এবং উৎসাহী প্রার্থীরা শীঘ্রই আবেদনপত্র জমা দিতে পারেন। এই বিষয়ে বিশদে খোঁজ নিতে প্রার্থীরা নেভেলি লিগনাইট কর্পোরেশন লেমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট https://www.nlcindia.in দেখতে পারেন।
বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে, নেভেলি লিগনাইট কর্পোরেশন লিমিটেডে ইলেক্ট্রিসিয়ান ফ্রেশার, ওয়েল্ডার ফ্রেশার, মেডিক্যাল ল্যাব টেকনিসিয়ান পদে নির্দিষ্ট সময়ের জন্য অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে।
আবেদনের জন্য গুরুত্বপূর্ণ তারিখ
advertisement
প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে যে, অ্যাপ্রেন্টিস পদের জন্য নোটিফিকেশন প্রকাশ হয়েছে ৪ অগাস্ট, ২০২১-তে। আবেদন প্রক্রিয়া চলবে ৯ অগাস্ট থেকে ১৮ অগাস্ট, ২০২১ পর্যন্ত। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো যে, প্রার্থীদের আবেদনপত্রের একটি হার্ডকপি জমা দিতে হবে। হার্ডকপি জমা দেওয়ার শেষ দিন ২৩ অগাস্ট, ২০২১।
advertisement
শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট পদের সংখ্যা ৭৫টি রয়েছে বলে জানানো হয়েছে।
শূন্যপদের বিস্তারিত বিবরণ
ফিটার ফ্রেশার: ২০টি পদ
ইলেক্ট্রিসিয়ান ফ্রেশার: ২০টি পদ
ওয়েল্ডার ফ্রেশার: ২০টি পদ
মেডিক্যাল ল্যাব টেকনিসিয়ান প্যাথলজি: ১০টি পদ
মেডিক্যাল ল্যাব টেকনিসিয়ান রেডিওলজি: ৫টি পদ
শিক্ষাগত যোগ্যতা
উল্লিখিত পদে আবেদনের জন্য প্রার্থীদের SSLC বা দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। এছাড়াও যে সকল প্রার্থীরা দ্বাদশ শ্রেণিতে বায়োলজি/ সায়েন্স নিয়ে উত্তীর্ণ হয়েছেন তাঁরাও আবেদনের জন্য উপযুক্ত।
advertisement
নিয়োগ প্রক্রিয়া
ফিটার ফ্রেশার, ইলেক্ট্রিশিয়ান ফ্রেশার, ওয়েল্ডার ফ্রেশার, মেডিক্যাল ল্যাব টেকনিসিয়ান প্যাথলজি এবং রেডিওলজি ইত্যাদি পদে নিয়োগের জন্য প্রার্থীদের ইন্টারভিউয়ের দ্বারা নির্বাচন করা হবে।
প্রার্থীদের আবেদনের পূর্বে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালো করে পড়ে নেওয়ার অনুরোধ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে।
view commentsLocation :
First Published :
August 11, 2021 12:34 PM IST