Job Alert: চাকরির সুযোগ জেলা প্রশাসনিক দফতরে, না জানলেই বিরাট মিস! কত বেতন, জেনে নিন বিস্তারিত

Last Updated:

Job Alert: জেলা প্রশাসনিক দফতরে মিলবে চাকরির সুযোগ! গ্রাম রোজগার সহায়ক পদে নিয়োগের জন্য চাওয়া হয়েছে আবেদন। না জানলেই করবেন মিস।

জেলা প্রশাসনিক দফতর 
জেলা প্রশাসনিক দফতর 
উত্তর ২৪ পরগনা: জেলা প্রশাসনিক দফতরে মিলবে চাকরির সুযোগ! গ্রাম রোজগার সহায়ক পদে নিয়োগের জন্য চাওয়া হয়েছে আবেদন। না জানলেই করবেন মিস। জানা গিয়েছে, ব্লক ডেভেলপমেন্ট অফিসের তরফে গ্রাম রোজগার সহায়ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই।
জেলা প্রশাসনের সরকারি ওয়েবসাইটে north24parganas.gov.in সেই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য মিলছে। তবে আবেদন করতে হবে ৯ জুনের মধ্যে। চুক্তিভিত্তিক এই পদে প্রতি মাসে ১২,০০০ টাকা বেতন দেওয়া হবে। শূন্যপদ রয়েছে মোট দু’টি।
advertisement
advertisement
আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই কোনও স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। সেই সঙ্গে থাকতে হবে এক বছরের কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স। আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। কীভাবে আবেদন করবেন!
advertisement
আবেদনকারীদের উত্তর ২৪ পরগনা জেলার সরকারি ওয়েবসাইটে (north24parganas.gov.in) গিয়ে ‘Recruitment’ বিভাগে যেতে হবে। সেখানে পাওয়া যাবে নিয়োগ সংক্রান্ত পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশিকা অনুযায়ী আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রসহ জমা দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়। তাই যারা চাকরি খুঁজছেন তারা একবার হলেও দেখতে পারেন এই সুযোগ।
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Job Alert: চাকরির সুযোগ জেলা প্রশাসনিক দফতরে, না জানলেই বিরাট মিস! কত বেতন, জেনে নিন বিস্তারিত
Next Article
advertisement
Amartya Sen Hearing Notice: মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে গেল কমিশনের নোটিস
মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের বাড়িতে নোটিস দিয়ে এল কমিশন
  • অমর্ত্য সেনের বাড়িতে নির্বাচন কমিশনের দল৷

  • এসআইআর শুনানিতে হাজিরা দিতে নোটিস৷

  • অমর্ত্য সেনকে শুনানিতে ডাক, গতকালই দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement