JKSSB Recruitment 2022: জল শক্তি ও হর্টিকালচার বিভাগে প্রচুর পদে নিয়োগ, কী ভাবে আবেদন করবেন

Last Updated:

বিশদে জানতে প্রার্থীরা JKSSB–এর অফিসিয়াল ওয়েবসাইটে jkssb.nic.in গিয়ে খোঁজ নিতে পারেন।

#শ্রীনগর: সম্প্রতি জম্মু এবং কাশ্মীর সার্ভিস সিলেকশন বোর্ডের (Jammu and Kashmir Services Selection Board) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জল শক্তি, হর্টিকালচার এবং অন্যান্য পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা JKSSB–এর অফিসিয়াল ওয়েবসাইটে jkssb.nic.in গিয়ে খোঁজ নিতে পারেন।
JKSSB Recruitment 2022: আবেদনের তারিখ
প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে যে, আবেদন প্রক্রিয়া শুরু হবে ৯ অক্টোবর থেকে। প্রার্থীদের আগামী ৯ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করাতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে JKSSB–এর অফিসিয়াল ওয়েবসাইটেই jkssb.nic.in আবেদনপত্র পাওয়া যাবে।
advertisement
আরও পড়ুন- মেট্রো রেলের অধীনে প্রচুর পদে নিয়োগ, কী ভাবে আবেদন করবেন?
JKSSB Recruitment 2022: শূন্যপদের সংখ্যা ও বিবরণ
advertisement
প্রতিষ্ঠানের তরফে মোট ৪৬২টি শূন্যপদ রয়েছে বলে জানানও হয়েছে। প্রার্থীদের মূলত জল শক্তি, হর্টিকালচার, এগ্রিকালচার প্রোডাকশন এবং ফার্মারস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে।
JKSSB Recruitment 2022: শূন্যপদের বিস্তারিত বিবরণ
জল শক্তি ডিপার্টমেন্ট: ১৬৩টি পদ
হর্টিকালচার ডিপার্টমেন্ট: ১৯৮টি পদ
এগ্রিকালচার প্রোডাকশন এবং ফার্মারস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট: ১০১টি পদ
JKSSB Recruitment 2022: বিশেষ ঘোষণা
advertisement
ভারত সরকারের গৃহ মন্ত্রালয়ের তরফে জারি করা নিয়ম অনুসারে প্রার্থীদের ইউনিয়ন টেরিটরি জম্মু এবং কাশ্মীরের ডোমিসাইল থাকা বাঞ্ছনীয়।
JKSSB Recruitment 2022: আবেদন ফি
প্রার্থীদের জন্য ৩৫০ টাকা আবেদন ফি বাবদ ধার্য করা হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: জম্মু এবং কাশ্মীর সার্ভিস সিলেকশন বোর্ড (JKSSB)়়পদের নাম: কিছু জানানো হয়নি
advertisement
শূন্যপদের সংখ্যা: ৪৬২
কাজের স্থান: জম্মু এবং কাশ্মীর
কাজের ধরন: সরকারি
নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু: ০৯.১০.২০২১
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ০৯.১১.২০২১
JKSSB Recruitment 2022: বয়সসীমা
OM প্রার্থীদের জন্য বয়সের ঊর্দ্ধসীমা ৪০ বছর। এছাড়াও তফসিলি জাতি, উপজাতি, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া বর্গ, ফাড়ি ভাষাভাষী প্রার্থী (PSP), স্যোশাল কাস্ট, RBA, ALC/IB প্রার্থীদের জন্য সর্বোচ্চ ৪৩ বছর বয়সসীমা ধার্য করা হয়েছে। শারীরিক ভাবে প্রতিবন্ধী প্রার্থীরা ৪২ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। সরকারি চাকরিজীবী বা চুক্তিভিত্তিক চাকরিজীবীরা ৪০ বছর এবং প্রাক্তন চাকরিজীবীরা ৪৮ বছর বয়স পর্যন্ত আবেদনের যোগ্য।
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
JKSSB Recruitment 2022: জল শক্তি ও হর্টিকালচার বিভাগে প্রচুর পদে নিয়োগ, কী ভাবে আবেদন করবেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement