JEE Mains Exam Dates Rescheduled: একমাসেরও বেশি পিছিয়ে গেল জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষার তারিখ, দেখে নিন নয়া সূচি

Last Updated:

JEE Mains Exam Dates: প্রথম সেশনের রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। দ্বিতীয় সেশনের রেজিস্ট্রেশনের বিষয়ে শীঘ্রই জানানো হবে।

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
JEE Mains Exam Dates Rescheduled: ফের বদল হল JEE মেন পরীক্ষার সূচি! ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে পরীক্ষা পিছিয়ে গিয়েছে এক মাসেরও বেশি। নতুন সূচি অনুযায়ী পরীক্ষা হবে ২০ জুন থেকে। পড়ুয়াদের দাবি মেনেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে NTA। আগের সূচি অনুযায়ী পরীক্ষাটি আয়োজিত হওয়ার কথা ছিল চলতি বছরের ২১, ২৪, ২৫, ২৯ এপ্রিল এবং ১ ও ৪ মে। কোন শহরে কবে পরীক্ষা তার তথ্য এপ্রিলের প্রথম সপ্তাহেই মেলার কথা ছিল। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে প্রবেশপত্র দেওয়া হবে বলে জানিয়েছিল এনটিএ। নতুন সূচি অনুযায়ী প্রথম সেশনের পরীক্ষা হবে ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮ এবং ২৯ জুন। দ্বিতীয় সেশনের পরীক্ষা হওয়ার কথা ছিল ২৪, ২৫, ২৬, ২৭, ২৭ এবং ২৯ মে। তার বদলে এই পরীক্ষা আয়োজিত হবে ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, এবং ৩০ জুলাই। বাকি বিশদ জানানো হবে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের ওয়েবসাইটে।
advertisement
প্রথম সেশনের রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। দ্বিতীয় সেশনের রেজিস্ট্রেশনের বিষয়ে শীঘ্রই জানানো হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA জানিয়েছে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা JEE মেইন-এর অফিশিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in-এ জানানো হবে।
advertisement
JEE মেইন 2022: কীভাবে আবেদন করবেন
পরবর্তী বিজ্ঞপ্তি জারি হওয়ার পরে
JEE Main-এর অফিশিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in-এ যাবেন।
হোম পেজে JEE মেইন 2022 রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করবেন।
রেজিস্ট্রেশনের বিস্তারিত তথ্য লিখে সাবমিটে ক্লিক করবেন।
advertisement
অ্যাকাউন্টে লগইন করে আবেদনপত্র পূরণ করবেন।
প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদন মূল্য জমা করবেন।
সমস্তটা হয়ে গেলে সাবমিটে ক্লিক করবেন।
প্রয়োজনের জন্য একটি হার্ড কপি ডাউনলোড করে রাখবেন।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
JEE Mains Exam Dates Rescheduled: একমাসেরও বেশি পিছিয়ে গেল জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষার তারিখ, দেখে নিন নয়া সূচি
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement