JEE Advanced 2025 Result: প্রকাশিত JEE Advanced-এর ফলাফল! সারা দেশে প্রথম দিল্লি জোনের রঞ্জিত গুপ্ত
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
JEE Advanced 2025 Result: ২০২৫ সালের জেইই অ্যাডভান্সড-এর ফল ঘোষণা হল ২ জুন। এই পরীক্ষা আয়োজনের দায়িত্বে ছিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) কানপুর। কমন র্যাঙ্ক লিস্ট অনুযায়ী, শীর্ষস্থানে রয়েছেন আইআইটি দিল্লি জ়োনের রঞ্জিত গুপ্ত।
কলকাতাঃ ২০২৫ সালের জেইই অ্যাডভান্সড-এর ফল ঘোষণা হল ২ জুন। এই পরীক্ষা আয়োজনের দায়িত্বে ছিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) কানপুর। কমন র্যাঙ্ক লিস্ট অনুযায়ী, শীর্ষস্থানে রয়েছেন আইআইটি দিল্লি জ়োনের রঞ্জিত গুপ্ত। মোট ৩৬০-এর মধ্যে তিনি পেয়েছেন ৩৩২ নম্বর। তিনি এর আগে জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন মেনসে দেশের মধ্যে ১৬ নম্বর র্যাঙ্কে জায়গা করে নিয়েছিলেন। ওই জ়োন থেকে মোট ১১,৩৭০ জন উল্লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, প্রথম দশে রয়েছে ৪ জন।
আরও পড়ুনঃ মেছুয়ার ক্ষত না শুকোতেই ফের রাতের শহরে হোটেলে আগুন! কোনও মতে প্রাণে বাঁচলেন ৫০ জন আবাসিক
প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, আইআইটি খড়্গপুর জোন থেকে প্রথম এবং সর্বভারতীয় স্তরে মহিলাদের মধ্যে প্রথম স্থানাধিকার করেছেন দেবদত্তা মাঝি। মোট ৩৬০-এর মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর ৩১২। কমন র্যাঙ্ক লিস্ট অনুযায়ী, ১৬ নম্বরে স্থান পেয়েছেন তিনি। এর আগে দেবদত্তা ২০২৩ সালের মাধ্যমিকে ৬৯৭ নম্বর এবং জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন মেনস-এর দ্বিতীয় পর্বে ১০০-এ ১০০-ই এনটিএ স্কোর করে রাজ্যের মধ্যে সেরা হয়েছিলেন।
advertisement
চলতি বছর এই পরীক্ষা দিয়েছিলেন ১,৮০,৪২২ জন। উত্তীর্ণ হয়েছেন ৫৪,৩৭৮ জন পরীক্ষার্থী। এঁদের মধ্যে ৪৪,৯৭৪ জন ছাত্র এবং ৯,৪০৪ জন ছাত্রী। গত ১৮ মে, রবিবার দু’টি পর্বে পরীক্ষা নেওয়া হয়েছিল। পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিত বিষয়ে পরীক্ষা দিতে হয়ে পরীক্ষার্থীদের। জয়েন্ট অ্যাডমিশন বোর্ড (জ্যাব)-এর তত্ত্বাবধানে এই পরীক্ষাটি পরিচালিত হয়ে থাকে।
advertisement
দেশের সাতটি আঞ্চলিক ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি)-এর মধ্যে যে কোনও একটি প্রতিষ্ঠানের উপর প্রতি বছর এই পরীক্ষার দায়িত্ব থাকে। দেশের বিভিন্ন আইআইটি এবং নামী ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির জন্য জাতীয় স্তরের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় আইআইটি খড়্গপুর জ়োন থেকে মোট ৫,৩৫৩ জন উত্তীর্ণ হয়েছেন। প্রথম ১০-এ যদিও কোনও প্রার্থীই জায়গা করে নিতে পারেননি।
Location :
Kolkata,West Bengal
First Published :
June 02, 2025 11:54 AM IST