JEE Advanced 2024: রাজ্য জয়েন্টের পরে সর্বভারতীয় পরীক্ষা! তাক লাগানো ফল বাঁকুড়ার ছাত্রের
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
JEE Advanced 2024: ইউটিউব থেকে ফিজিক্স পড়ে রাজ্য জয়েন্টে প্রথম হয়েছিলেন বাঁকুড়ার কিংশুক পাত্র। এবার আরও একটি সর্বভারতীয় কঠিন পরীক্ষায় দুর্দান্ত ফল।
বাঁকুড়া: ইউটিউব থেকে ফিজিক্স পড়ে রাজ্য জয়েন্টে প্রথম হয়েছিলেন বাঁকুড়ার কিংশুক পাত্র। এবার আরও একটি সর্বভারতীয় কঠিন পরীক্ষায় দুর্দান্ত ফল করলেন বাঁকুড়ার এই কৃতী। জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন অ্যাডভান্সড-এ কিংশুকের র্যাঙ্ক হয়েছে ৪৮৯।
২০২৪ সালের জয়েন্ট এন্ট্রান্স মেইন্স এক্সামিনেশন’এ ১১ লক্ষ ছাত্র ছাত্রীর মধ্যে মাত্র দেড় লক্ষ ছাত্র ছাত্রী এডভ্যান্স পরীক্ষায় বসতে পারেন। এই দেড় লক্ষ ছাত্র ছাত্রীর মধ্যে সর্বভারতীয় ৪৮৯তম স্থান অর্জন করেছেন বাঁকুড়া জিলা স্কুলের ছাত্র কিংশুক পাত্র।
তিনি জানান, মুখস্থ বা ফর্মুলা মনে রেখে নয়, ধারণা স্পষ্ট করে পড়াশোনা করলে তবেই সম্ভব অ্যাডভ্যান্স পরীক্ষায় ভাল ফল করা।
advertisement
advertisement
বাঁকুড়া শহরের ইন্দ্রপ্রস্থ এলাকার বাসিন্দা কিংশুক ছোট থেকেই বাঁকুড়া জিলা স্কুলের ছাত্র। অত্যন্ত মেধাবী এই ছাত্র এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৭৭ নম্বর পেলেও মেধা তালিকায় স্থান পায়নি। সেই খেদ মিটল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় দুর্দান্ত ফল করে। সকলকে টপকে রাজ্য জয়েন্টে প্রথম হয়ে তাক লাগিয়েছিলেন তিনি। এবার অ্যাডভ্যান্স-এ ৪৮৯ র্যাঙ্ক করে বাঁকুড়ার মেধাবী ছাত্রছাত্রীদের তালিকায় নাম লেখালেন তিনি। কিংশুকের এই সাফল্যে গর্বিত তার পরিবার। ভবিষ্যতে আইআইটি খড়গপুর থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চান বলে জানিয়েছেন কিংশুক।
advertisement
স্বাভাবিকভাবে ছেলের এই সাফল্যে গর্বিত বাবা মা। শুধু বাবা মা-ই নয়। গর্বিত গোটা বাঁকুড়া জেলা। এই হাব থেকেই প্রতিবছর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সেরা হয়ে উঠে আসেন বাঁকুড়ার ছাত্র-ছাত্রীরা। সারা দেশে ৪৮৯ হয়ে একপ্রকার সব লাইম লাইট কেড়ে নিয়েছেন বাঁকুড়ার কিংশুক।
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
June 12, 2024 1:52 PM IST