Jadavpur University: ছাত্রমৃত্যুর তদন্তে মোটেই খুশি নয়? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসছে ইউজিসি-র প্রতিনিধি দল
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসছে ইউজিসি-র একটি প্রতিনিধি দল। এই মর্মে বিশ্ববিদ্যালয়কে চিঠি পাঠিয়েছে ইউজিসি।
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসছে ইউজিসি-র একটি প্রতিনিধি দল। সূত্রের খবর অনুযায়ী আগামী ৪ এবং ৫ সেপ্টেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের(ইউজিসি) প্রতিনিধি দল। এই মর্মে বিশ্ববিদ্যালয়কে চিঠি পাঠিয়েছে ইউজিসি। ইউজিসির পাশাপাশি ইসরোর একটি দল ও বিশ্ববিদ্যালয়ে আসবে এ মাসেই।
ইউজিসির একটি দলের আগেই যাদবপুরে আসার কথা ছিল। ছাত্রমৃত্যুর ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং সংক্রান্ত সমস্ত নিয়ম মানা হয়েছে কিনা জানতে চেয়েছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। কিন্তু পরবর্তীকালে ইউজিসির পক্ষ থেকে জানান হয় যে কোনও দল আসছে না। বিশ্ববিদ্যালয়ের তদন্তে মোটেই সন্তুষ্ট নয় ইউজিসি। সংস্থার পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়কে পাঠানো সাম্প্রতিক চিঠিতে স্পষ্ট হয়েছে এ কথা।
advertisement
advertisement
র্যাগিং সংক্রান্ত বিভিন্ন গাইডলাইন যাদবপুরে মানা হয়েছিল কী? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছে ছাত্রমৃত্যুর তদন্তের রিপোর্ট আগেই চেয়েছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এছাড়া ছাত্রমৃত্যু সংক্রান্ত তদন্তে যাদবপুর বিশ্ববিদ্যালকে বেশ কিছু নির্দেশও দেয় ইউজিসি৷
পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রতি নির্দেশ ছিল প্রতি তিন মাস অন্তর প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের নিয়ে র্যাগিং সংক্রান্ত সমীক্ষা করতে হবে৷ ছাত্রমৃত্যুর তদন্ত নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পদক্ষেপে যে মোটেই সন্তুষ্ট নয় ইউজিসি, তা স্পষ্ট এই সাম্প্রতিক চিঠিতে৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের পরিকাঠামো নিয়েও খুশি নয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন৷ চিঠিতে উল্লেখ্য রয়েছে সেকথাও৷
advertisement
প্রসঙ্গত যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে আগামী ৫ এবং ৬ সেপ্টেম্বর আসতে চলেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ‘ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন’ (ইসরো)-এর একটি দল। র্যাগিং মোকাবিলায় ইসরোর প্রযুক্তি ব্যবহার করার জন্য সংস্থার চেয়ারম্যান এস সোমনাথের সঙ্গে যোগাযোগ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
Location :
Kolkata,West Bengal
First Published :
September 02, 2023 7:17 PM IST