Howrah News: ‘বলেছিল ছেলে সকালে ফিরে আসবে..’ জেলে বন্দির অস্বাভাবিক মৃত‍্যু ঘিরে অবরোধ

Last Updated:

জেল হেফাজতে থাকা এক বন্দির অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়াল পাঁচলা থানার জয়নগর সর্দার পাড়ায়।

‘বলেছিল ছেলে সকালে ফিরে আসবে..’ জেলে বন্দির অস্বাভাবিক মৃত‍্যু ঘিরে অবরোধ
‘বলেছিল ছেলে সকালে ফিরে আসবে..’ জেলে বন্দির অস্বাভাবিক মৃত‍্যু ঘিরে অবরোধ
হাওড়া: জেল হেফাজতে থাকা এক বন্দির অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়াল পাঁচলা থানার জয়নগর সর্দার পাড়ায়। ঘটনায় শনিবার সকালে উত্তেজিত জনতা পাঁচলা জয়নগর রাস্তার সর্দার পাড়ায় পথ অবরোধ করে। প্রায় ঘন্টাখানেক পথ অবরোধ চলার পর পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সর্দার পাড়ার বাসিন্দা সোমনাথ সর্দারের (২৫) নামে পাঁচলা থানায় একটি পুরানো মামলা ছিল।
জানা গিয়েছে গত মঙ্গলবার রাতে সেই মামলায় পুলিশ সোমনাথকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এরপর বুধবার তাকে হাওড়া আদালতে তোলা হলে বিচারক তাকে জেল হেফাজতের নির্দেশ দেন। এদিকে জেল হেফাজতে থাকাকালীন শুক্রবার দুপুরে অসুস্থ হয়ে পড়ে সোমনাথ। তাকে হাওড়া হাসপাতালে ভর্তি করা হলে রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়।
advertisement
অন্যদিকে, সোমনাথের মৃত্যুর খবর এলাকায় পৌঁছাতেই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। সোমনাথকে মারধরের ফলে তার মৃত্যু হয়েছে এই অভিযোগে পথ অবরোধ করে এলাকাবাসী। খবর পেয়ে পাঁচলা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ঘন্টাখানেক বিক্ষোভ চলার পর পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়।
advertisement
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ৭ বছর আগে সোমনাথ বাড়ি থেকে নিয়ে গিয়ে এক নাবালিকাকে বিয়ে করে। এই ঘটনায় নাবালিকার পরিবার সোমনাথের নামে পাঁচলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সেইমতো পুলিশ একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করে। জানা গিয়েছে সেই পুরানো মামলায় সোমনাথ আদালতে হাজিরা দিলেও এবারে সে হাজিরা না দেওয়ায় তার নামে ওয়ারেন্ট জারি হয়।
advertisement
মঙ্গলবার রাতে সেই মামলায় পুলিশ সোমনাথকে গ্রেফতার করে নিয় যায়। আর তারপরেই শুক্রবার রাতে সোমনাথের মৃত্যু হয়। সোমনাথের বাবা বিশ্বনাথ সর্দার জানান মঙ্গলবার রাত ১০ টা নাগাদ ৩ জন পুলিশ কর্মী তাঁর ছেলেকে বাড়ি থেকে নিয়ে যায় । তিনি আরও জানান, ‘‘ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল পরের দিন ছেলে বাড়ি ফিরে আসবে। কিন্তু এখনও পর্যন্ত ছেলে বাড়ি ফিরল না।’’
advertisement
Santu Mallick
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: ‘বলেছিল ছেলে সকালে ফিরে আসবে..’ জেলে বন্দির অস্বাভাবিক মৃত‍্যু ঘিরে অবরোধ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement