Jadavpur University Convocation: সংকটে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, EC বৈঠকের অনুমতি দিল না রাজ্য
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Jadavpur University Convocation: সংকটে যাদবপুর বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠান। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকের অনুমতি দিল না রাজ্য।
কলকাতা: সংকটে যাদবপুর বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠান। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকের অনুমতি দিল না রাজ্য। আগামিকাল এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক চেয়ে রাজ্যের কাছ থেকে অনুমতি চেয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাজ্য বিশ্ববিদ্যালয়কে অনুমতি দিল না।
বুদ্ধদেব সাউ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নয়। তাঁকে শুধুমাত্র উপাচার্যের দায়িত্ব পালন করতে বলা হয়েছে। তাই তিনি এই এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক করলে তা বেআইনি হবে। বিশ্ববিদ্যালয়ের আইনকে লংঘন করা হবে। উচ্চ শিক্ষা দফতরের তরফে চিঠি দিয়ে জানানো হল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে। এর জেরে বিশ্ববিদ্যালয়ের বাজেট অনুমোদন নিয়েও সংকট তৈরি হল।
আরও পড়ুন: এটা কোন পাতা বলুন তো? ঠান্ডায় বাতের ব্যথা থেকে জেদি কফ তোলার মহৌষধ এটি, জানুন
এই এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকেই সমাবর্তন অনুষ্ঠান নিয়ে অনুমোদন করার এজেন্ডা নিয়েছিল বিশ্ববিদ্যালয়। আগামী ২৪ ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হওয়ার কথা শোনা গিয়েছিল। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান অতিথি নিয়ে প্রথম থেকেই বিতর্ক শুরু হয়েছিল। এদিন ইসি বৈঠক নিয়েও আশঙ্কা তৈরি হল।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘বিভিন্ন কাগজ কেন বেরিয়ে যাচ্ছে?’, মমতার নিশানায় নবান্নেরই একাধিক দফতর? মারাত্মক অভিযোগ!
মাসের শুরুতে রাজ্যপাল নিযুক্ত ভারপ্রাপ্ত ভিসি বুদ্ধদেব সাউ সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসছেন ইউজিসির চেয়ারপার্সন এম জগদেশ কুমার। তাঁর দাবি ছিল, ইসি বৈঠকে দু’জনের নাম নিয়ে আলোচনা হয়–ইসরোর চেয়ারপার্সন এস সোমনাথ এবং ইউজিসির চেয়ারপার্সন এম জগদেশ কুমার। এই আমন্ত্রণ ঘিরে তৈরি হওয়া বিতর্ক এখনও জারি।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
November 23, 2023 7:59 PM IST